টাঙ্গাইলের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন ২২ তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা জসীম উদ্দিন হায়দার। তিনি ডক্টর মো. আতাউল গনির স্থলাভিষিক্ত হলেন। এরআগে তিনি বরিশাল জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। বুধবার (২৩ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত্ম প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে টাঙ্গাইলসহ দেশের ২৩ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। জারিকৃত প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশে স্বাক্ষর করেন, উপ-সচিব ভাস্কর দেবনাথ বাপ্পি। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
উলেস্নখ্য, জেলা প্রশাসক (ডিসি) রদবদলের আগে টাঙ্গাইলে জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেছেন ড. মো. আতাউল গনি। তিনি (উপসচিব) পদোন্নতি পেয়ে যুগ্ম সচিবের দায়িত্ব পেয়েছেন। তারস্থলে এখন দায়িত্ব পালন করবেন নতুন ডিসি জসীম উদ্দিন হায়দার।