সুনামগঞ্জেপুত্রের সন্ধান চেয়ে পররাষ্ট্রমন্ত্রী বরাবরে আবেদন করেছেন বাবা।
ছাতক প্রতিনিধিঃ পুত্রের সন্ধান চেয়ে সুনামগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বরাবরে আবেদন করেছেন বাবা।সুনামগঞ্জের ছাতকের বিজয় আহমদ মুন্নার এখনো সন্ধান পাওয়া যায়নি।স্বপ্নের দেশ ইতালিতে যাওয়ার পথে সাগরে নিখোঁজের এক মাস অতিবাহিত হলেও তার সন্ধান মিলছেনা। একমাত্র পুত্রের সন্ধানে পাগলপারা তার মা-বাবা। পুত্রের সন্ধান চেয়ে সুনামগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বরাবরে একটি লিখিত আবেদন করেছেন বাবা। বিজয় আহমদ মুন্না উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের গোবিন্দনগর (লক্ষিপুর) গ্রামের জইন উদ্দিন আহারের পুত্র।
জানা যায় অভাবের সংসারে স্বচ্ছলতা ফিরাতে দীর্ঘ ১১ মাস পুর্বে দালালের মাধ্যমে একমাত্র পুত্র মুন্নাকে ইতালিতে পাঠায় তার মা-বাবা। দালালের মাধ্যমে চলতি বছরের গত ২০ অক্টোবর লিবিয়া থেকে সাগর পথে ইতালির উদ্দেশ্যে ৯৫ জন বহনকারী ইঞ্জিন চালিত একটি কাঠের বুটে করে তারা যাত্রা করে। এই বুটে যাত্রী ছিল বিজয় আহমদ মুন্নাও। সাগর পথে বুটের তেল শেষ হয়ে যায়। দুইদিন তারা সাগরে পানিতে বুট নিয়ে ভাসতে থাকে। এক পর্যায়ে ইতালির পাশে নিলুসা নামেয় একটি দীপের উদ্দেশ্যে সাগরের পানিতে ঝাপ দেয় মুন্নাসহ তারা ৭ জন যুবক। এর পর থেকে মুন্না নিখোঁজ রয়েছে। পর দিন বুটে থাকা অন্যান্য যাত্রীদের ইতালিয়ান পোষ্টগার্ড এসে উদ্ধার করে। এসময় মুন্নাসহ সাগরে ঝাপ দেয়া ৭ জন যুবকের কথা পোষ্টগার্ডকে অবহিত করলেও আজও তার কোনো সন্ধান পায়নি পরিবার।
এদিকে, বিজয় আহমদ মুন্নার সন্ধান চেয়ে গত ২০ নভেম্বর সুনামগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী বরাবরে একটি লিখিত আবেদন করেছেন নিখোঁজের পিতা জইন উদ্দিন আহার। ওই আবেদনে তিনি উল্লেখ করেন, তার পুত্রের বয়স (২০) বছর। উচ্চতা ৫ফুট ৮ইঞ্চি। তার পাসপোর্ট নম্বর (AOO247649)।