বিরামপুরে জাতীয় বস্ত্র দিবস পালিত
দিনাজপুর প্রতিনিধিঃ “বস্ত্রখাতের বিশ্বায়ন-বাংলাদেশের উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় বস্ত্র দিবস পালিত হয়েছে।
রোববার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট থেকে শিক্ষক-কর্মচারী এবং শিক্ষার্থীসহ একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রতিষ্ঠান চত্বরে জাতীয় বস্ত্র দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিতত হয়।
সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট এর সুপারিনটেনডেন্ট (অঃ দাঃ) কবিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জুনিয়র ইন্সপেক্টর শামসুল ইসলাম খান, সহকারী শিক্ষক শেখ সাদি, লায়লা খাতুন, জেসমিন জেরিন, স্বপন কুমার মন্ডল প্রমূখ।
এসময় সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের সকল শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।