#কাম রিপু#
ছাত্তার উকিল
“কাম রিপু” কামুত্তেযক
দেহ মনে কামনা বাড়ায়,
রিপুর তাড়নে বিবেকবান
অনেকেই বিবেক হারায়।
কাম রিপু মনস্কাম অনুরাগ
ঠিক যেন গোপনে গোপনে,
যৌন সম্ভোগ ইচ্ছা শক্তি
জাগায় ঐ সম্ভোগীর মনে।
মাসুম ফেরদৌস বলছে উকিল
জ্ঞানি ধ্যানির পথ ধরো,
জ্ঞানি ধ্যানির দিক চেতনায়
কাম রিপুকে বশ করো।