র্যাব-১২’র অভিযানে কামারখন্দে ৯৮ বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক।
১৩ ডিসেম্বর /২০২২ ইং তারিখ সন্ধ্যা ০৫ঃ৫০ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানাধীন জামতৈল রেল ষ্টেশনের ১৫০ গজ সামনে ষ্টেশন হইতে থানা মুখী রাস্তার সিএনজি ষ্ট্যান্ডের পিছনে একটি অভিযান চালিয়ে ৯৮ বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামীঃ ১) মোঃ সাব্বির রায়হান@রানা(২৫), পিতা-মোঃ দুলাল হোসেন, সাং-বরুয়াল , থানা-হরিপুর, ২) মোঃ সাহিন(২৭), পিতা-মোঃ ইনছান আলী, সাং-মুসলিমপুর, থানা-ঠাকুরগাঁও, উভয় জেলা-ঠাকুরগাঁও।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাদেরকে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১২ এর মিডিয়া অফিসার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে ( র্যাব) নিয়মিত অভিযান চালিয়ে আসছে।সেই ধারাবাহিকতায় এই অভিযান।
তিনি আরও জানান এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২ বদ্ধপরিকর।র্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে সকলের অংশ নিতে আহবানও জানান তিনি।