বিশ্বকাপ ইতিহাসে এক মাত্র মেসি দুইবার গোল্ডেন বল জিতেছেন
বিশ্বের ইতিহাসে একমাত্র ফুটবল জাদুকর মেসি জিনি বিশ্বকাপে দুইবার গোল্ডেন বল জিতে ইতিহাস গরলেন। গত ২০১৪ বিশ্বকাপেও টুর্নামেন্টের সেরা ফুটবলারের পুরস্কার গোল্ডেন বল জিতেছিলেন লিওনেল মেসি। কিন্তু। সেবার জয় আনতে পারেনি ৮ বছর পর ২০২২ সালে এসে কাতার বিশ্বকাপ তার কৃতিত্বেই জিতে নিলেন । সেই সঙ্গে আবারও জিতলেন গোল্ডেন বল। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে দ্বিতীয়বার গোল্ডেন বল উঠলো মেসির হাতে।
আর এই মেসি জীবনের শেষ বিশ্বকাপের ফাইনালে তুলেছেন আর্জেন্টিনাকে তিনি নিজেই। এবার আর স্বপ্নভঙ্গ নয়। বিশ্বকাপ জিতেই সব আক্ষেপ ঘুচিয়েছেন লিওনেল মেসি। স্মরণীয় কাতার বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ গোল্ডেন বল জিতেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর বর্তমান বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি ।
অন্যদিকে পুরো টুর্নামেন্টে আর্জেন্টিনাকে দূর নিয়ে আসার জন্য যার অবদান রয়েছে এরপর ফাইনালেও পুরো ম্যাচে দুর্দান্ত কিছু সেভসহ টাইব্রেকারেও চোখ ধাঁধানো পারফরম্যান্সে গোল্ডেন গ্লাভস জিতেছেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।
বিশ্বকাপের শুরুতে তাকে কেউ আমলেই নেয়নি। প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে হারের পর কোচ লিওনেল স্কালোনি যেন তার আসল তুরুপের তাস এনজোকে বের করে আনেন। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ থেকে শুরু করে বিশ্বকাপের পরবর্তী সবগুলো ম্যাচে আর্জেন্টিনার মিডফিল্ডের অতন্দ্র প্রহরী ছিলেন এই বেনফিকার ফুটবলার।
বিশ্বকাপে তরুণদের মধ্য সেরা তরুণ ফুটবলার আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ বিশ্বকাপ দুর্দান্ত পারফর্ম করে জয় করলেন বিশ্বকাপের সেরা ইয়াং ফুটবলারের ট্রফি। মেক্সিকোর বিপক্ষে দুর্দান্ত একটি গোলও করেছিলেন এনজো। মাঝমাঠে ফ্রান্সকে প্রথম দিকে আটকে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এনজো। টুর্নামেন্টের ইয়াং ফুটবলার হওয়ার পথে তিনি অনেককে হারিয়েছেন।