স্মৃতির বিজয়
সৈয়দুল ইসলাম
বাংলা মায়ের সোনার ছেলেরা
দীর্ঘ নয়টি মাস,
যুদ্ধ করে পাকবাহিনীর
করলো সর্বনাশ।
স্বৈরাচারী পাকবাহিনীর
লাগাম ধরে টেনে,
প্রমাণ করলো বীর বাঙালি
স্মৃতির বিজয় এনে।
ত্রিশ লক্ষ প্রাণ শহীদ হলো
দেশমাতৃকার জন্য,
লাল সবুজের বিজয় নিশান
পেয়ে হলাম ধন্য।
বিজয় দিবস এলেই দেখি
দেশ বিদেশ জুড়ে,
লাল সবুজের বিজয় নিশান
স্বাধীনভাবে ওড়ে।
লেখক সৈয়দুল ইসলাম হাসারচর, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ, বাংলাদেশ।