র্যাব-১৩, রংপুর কর্তৃক অনলাইনে ভেটেনারি মেডিসিন বিক্রয়ের নামে প্রতারনাকারী গ্রেফতার
সিপিএসসি, র্যাব-১৩, রংপুর কর্তৃক অনলাইনে ভেটেনারি মেডিসিন বিক্রয়ের নামে প্রতারনাকারী ০১ জন প্রতারক গ্রেফতার ০৭ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ সিপিএসসি, শাপলা চত্ত্বর বরাবর একটি অভিযোগের মাধ্যমে জানা যায় যে, একজন প্রতারক অনলাইনে ফেইসবুক আইডির মাধ্যমে ভেটেনারি মেডিসিন বিক্রয়ের চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে সাধারণ ভেটেনারি মেডিসিন বিক্রেতাদের নিকট হতে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে আত্নসাৎ করছে।
বিজ্ঞাপন
উক্ত অভিযোগের ভিত্তিতে র্যাব-১৩, রংপুর সিপিএসসি ক্যাম্প অভিযোগপত্রটি আমলে নিয়ে সত্যতা অনুসন্ধানের জন্য তাৎক্ষনিক ছায়া তদন্ত শুরু করে এবং প্রতারক’কে আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় উক্ত অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় র্যাবের একটি আভিযানিক দল ইং ০৭ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে রংপুর জেলার কাউনিয়া থানাধীন বালাপাড়া ইউনিয়নস্থ তকিপল বাজারের নুসরাত মেডিসিন নামক দোকান হইতে এক প্রতারক গ্রেফতার করেন।
বিজ্ঞাপন
গ্রেফতার কৃত প্রতারক মোঃ নাহিদ হাসান (২৮) রংপুর জেলার কাউনিয়া থানাধীন নিজ পাড়া এলাকার মোঃ আনোয়ারুল ইসলাম এর ছেলে।
বিজ্ঞাপন
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত প্রতারক নিজের নাম ঠিকানা গোপন করে একাধিক ফেইসবুক আইডি ব্যবহার করে ভেটেনারি মেডিসিন বিক্রয়ের বিজ্ঞাপন দিয়ে সাধারণ ভেটেনারি মেডিসিন বিক্রেতাদের নিকট হতে টাকা নিয়ে মেডিসিন না দেওয়ার কথা স্বীকার করে। তার সাথে জড়িত অন্যান্য প্রতারকদের আইনের আওতায় আনার জন্য র্যাবের কার্য্ক্রম অব্যাহত রয়েছে।
বিজ্ঞাপন
আটককৃত প্রতারকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রংপুর জেলার কাউনিয়া থানায় ভূক্তভোগী বাদী হয়ে একটি মামলা রুজু করে আসামিকে থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।
বিজ্ঞাপন
র্যাব ১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেঃমাহমুদ বশির আহমেদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সঙ্গবদ্ধ অপরাধী, অপহরণকারী, ধর্ষণকারী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।