নাগরপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃটাঙ্গাইলের নাগরপুর সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজ ও মামুদনগর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার সকালে যদুনাথ মাঠ ও মামুদনগর মাঠ প্রাঙ্গণে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
বিজ্ঞাপন
এ সময় এমপি বলেন, ছোট্ট সোনামণিদের কুচকাওয়াজ ও শারীরিক কসরত এবং মিউজিক্যাল ডিসপেস্ন দেখে আমি মুগ্ধ। আমি শৈশবে ফিরে গিয়েছি। দেখতে পেয়েছি এখানে রয়েছে দেশের ভবিষ্যৎ কর্ণধার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নাগরপুর উপজেলা নিবার্হী অফিসার ওয়াহিদুজ্জামান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর,মামুদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ জজ কামাল, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহীনুর ইসলাম,সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম সবুজ, মামুদনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শেখ শহিদুল ইসলাম বিল্পব,সহকারি শিক্ষক মো.শওকত আলী প্রমুখ। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও বিদ্যালয়ের শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
“কায়কোবাদ নাগরপুর,টাঙ্গাইল”