গাইবান্ধায় জমির আইল কাটা নিয়ে সংঘর্ষের জেরে হত্যা কান্ডের ঘটনায় প্রধান দুই আসামীকে গ্রফতার করেছে র্ যাব।
গাইবান্ধা সদর থানায় জমির আইল কাটা নিয় সংঘর্ষর জর হত্যা কান্ডর ঘটনায় এজাহারনামীয় প্রধান দুই আসামীক গাজীপুরর এমায়েতপুর থক গ্রফতার করছর্ যাব।
গত ২২ নভেম্বর ২০২২ ইং তারিখ গাইবান্ধা জেলার সদর থানার পাড়াবাড়ী গ্রামের বৃদ্ধ তোফায়েল হােসেনকে (৫৫), পাওয়ার টিলারের লােহার হােন্ডল দিয়ে পিটিয়ে হত্যা করে তারি প্রতিবেশিরা দুপুর ১২:৫০ এ বদ্ধ তাফায়ল তার জমির আইল কাটতে যায়। এমন সময় তার প্রতিবেশীরা এসে বাগবিতন্ডা শুরু করে। এক পর্যায়ে তা সংঘর্ষে পরিণত হয়। এমন সময় সুযােগ বুঝে ০১নং আসামী আমিনুল ইসলাম @ আমরুল (৩০) তার হাতে থাকা পাওয়ার টিলারের হ্যান্ডেল দিয় ভিকটিম বৃদ্ধা তােফায়েলের বুকে আঘাত করে এবং ০২নং আসামী আলমগীর হােসেন (৩৫) তার হাতে থাকা লােহার রড দিয়ে ভিকটিমের পিঠে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় ভিকটিমকে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘােষনা করে।
এরই ধারাবাহিকতায় জাতীয় ও স্থানীয় সংবাদ মাধ্যমে ঘটনাটি আলাচিত হয়, ফলে বিষয়টি নিয়ে র্ যাব-১৩, গােয়েন্দা কার্যক্রম শুরু করে। এক পর্যায়ে র্যাব-১৩ জানতে পারে যে, বর্ণিত ঘটনায় জড়িত থাকা সন্দেহে ১নং আসামী মোঃ আমিনুল ইসলাম আমরুল (৩০) এবং ২নং আসামী মোঃ আলমগীর হোসেন (৩৫), সর্ব পিতা-মোঃ আব্দুর রহমান, সর্ব সাং-পাঠানডাঙ্গা (পোড়াবাড়ী), থানা-সদর, জেলা-গাইবান্ধাদ্বয় আইনের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে আছে। নিজ পরিচয় গাপন কর গাজীপুরসহ বিভিন এলাকায় আত্মগাপন কর থাক।র্ যাবর তথ্য প্রযুক্তি কাজ লাগিয়র্ যাব-১৩, রংপুর এবংর্ যাব-১, ঢাকা, উত্তরা এর যথ অভিযান গাজীপুর মট্রা পলিটন এলাকার কাশিমপুর থানাধীন এমায়তপুর বাগানবাড়ী এলাকা হতে আসামীদ্বয়কে গ্রেফতার করা হয়।
এ সক্রান্ত র্ যাব-১৩, রংপুর কর্তক গায়দা নজরদারিত হত্যার সঙ্গে আরা জড়িতদের দ্রুত গ্রেফতার কার্যক্রম চলমান রয়েছ। গ্রফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশিস্নষ্ট থানায় হস্তান্ত করা হয়ছে।
র্যাব ১৩ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) ফ্লাইট লফটন্যাট মাহমুদ বশির আহমেদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান র্ যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্(যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভুমিকা পালন করে আসছে। র্ যাবর সষ্টিকাল থেকে মাদকদ্রব্য, চাঁদাবাজ, স্ত্রাসী, খুনী, অবৈধ অস্ত্র গােলাবারুদ উদ্ধার, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারক গ্রেফতার এবং প্রস্তসম্পদ উদ্ধারসহ সাধারণ জনগণের মনে আস্থাঅর্জন করতে সক্ষম হেয়েছ। এছাড়াও বিভিন সময়ে সংগঠিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্ যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। সেই ধারাবাহিকতায় এই অভিযান।