১০ বছর বয়সী কন্যা শিশু অপহরণ, অপহরণকারী র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল এর হাতে গ্রেফতার ভিকটিম উদ্ধার
প্রেমিকার দেওয়া শর্ত মোতাবেক বিয়ের জন্য ০৩(তিন) লক্ষ টাকা জোগাড় করতে ১০ বছর বয়সী কন্যা শিশু অপহরণ, অবশেষে অপহরণকারী ইব্রাহিম সরকার টাঙ্গাইল জেলার ভূঞাপুর থানাধীন গোবিন্দাসী এলাকা হতে র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের হাতে গ্রেফতার ও ভিকটিম উদ্ধার।
বিজ্ঞাপন
২৫ ফেব্রুয়ারী র্যাব-১৪, সিপিসি-০৩, টাঙ্গাইল ক্যাম্প এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল জেলার ভূঞাপুর থানাধীন গোবিন্দাসী এলাকায় অভিযান পরিচালনা করে কন্যা শিশু অপহরণকারী ইব্রাহিম সরকার (২৫), পিতা- মোঃ হাফিজুল ইসলাম, গ্রাম- সার পলশিয়া, থানা- ভূঞাপুর, জেলা- টাঙ্গাইলকে গ্রেফতার করে।
বিজ্ঞাপন
উল্লেখ্য যে, গত ২০-০২-২০২৩ খ্রিঃ তারিখ বিকাল অনুমান ০৪.০০ ঘটিকার সময় গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন শিরিরচালা এলাকা হতে এক কন্যা শিশু (১০) কে ভালো খাবার ও ঘুরতে যাওয়ার প্রলোভন দেখিয়ে অপহরণ করে প্রথমে সিরাজগঞ্জ ও পরবর্তীতে টাঙ্গাইল জেলার ভূঞাপুর থানার সার পলশিয়া তার এক আত্মীয়র বাসায় লুকিয়ে রেখে ভিকটিমের মাকে মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে ০৩ (তিন) লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে অন্যথায় তার শিশুকে হত্যার হুমকি প্রদান করে।
বিজ্ঞাপন
উক্ত ঘটনার প্রেক্ষিতে অপহৃত শিশু মাতা র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগের ভিত্তিতে র্যাব-১৪, সিপিসি-০৩, টাঙ্গাইল ক্যাম্প এর একটি চৌকস আভিযানিক দল ২৫ ফেব্রুয়ারি ২০২৩ খ্রিঃ তারিখ বিকাল ০৪.৩০ ঘটিকার সময় টাঙ্গাইল জেলার ভূঞাপুর থানাধীন গোবিন্দাসী এলাকায় অভিযান পরিচালনা করে ভিকটিমকে উদ্ধারসহ উক্ত অপহরণকারীকে গ্রেফতার করে। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহরণকারী অপহরণসহ মুক্তিপণ দাবীর কথা স্বীকার করে।
বিজ্ঞাপন
উক্ত আসামীকে বিরুদ্ধে গাজীপুর জেলার জয়দেবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০, সংশোধনী-২০০৩ মোতাবেক মামলা দায়ের প্রক্রিয়াধীন।
র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের, পিপিএম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান “বাংলাদেশ আমার অহংকার” এই শ্লোগান নিয়ে জন্ম হয় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের প্রতিষ্ঠালগ্ন থেকে র্যাব বাংলাদেশের মানুষের কাছে আস্থা ও বিশ্বাসের প্রতীক। জঙ্গিবাদ, মাদক চোরাচালান, সন্ত্রাসবাদ, ছিনতাই, ডাকাতি, জুয়া, প্রতারকচক্র, অপহরণ, খুন, ধর্ষণসহ বিভিন্ন ধরণের অবৈধ কর্মকান্ড থেকে রক্ষার জন্য প্রতিষ্ঠালগ্ন থেকে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন দেশব্যাপী আপোষহীন অবস্থানে থেকে নিরলসভাবে কাজ করে সেই ধারাবাহিকতায় এই অভিযান পরবর্তীতেও এধরণের অভিযান চলমান থাকবে ।