মাভাবিপ্রবিতে লায়নস ক্লাবের ইনডাকশন, চার্টার প্রেজেন্টেশন
এন্ড ইনস্টলেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে লায়নস ক্লাবের উদ্যোগে ইনডাকশন, চার্টার প্রেজেন্টেশন এন্ড ইনস্টলেশন অনুষ্ঠান ২০ মার্চ, ২০২৩ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন ৩১৫ এ-২ এর ডিসট্রিক্ট গভর্নর লায়ন ইঞ্জি. মোঃ আব্দুল ওয়াহাব।
বিজ্ঞাপন
বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলইমান, টাঙ্গাইল পৌরসভার মেয়র লায়ন এস এম সিরাজুল হক আলমগীর, সাবেক ডিসট্রিক্ট গভর্নর ও সৃষ্টি শিক্ষা পরিবারের চেয়ারম্যান ও এমডি লায়ন ড. শরিফুল ইসলাম রিপন পিএমজিএফ, কেবিনেট সেক্রেটারি লায়ন স্যামুয়েল মুক্তাদির এমজিএফ, ট্রেজারার লায়ন নাসির হায়দার চৌধুরী এমজিএফ ও ঢাকা-টাঙ্গাইল অ্যারোটোক্রেটেট ক্লাবের সেক্রেটারি প্রফেসর ড. আহসান হাবীব। স্বাগত বক্তব্য রাখেন মাভাবিপ্রবি লায়ন ক্লাবের ট্রেজারার লায়ন প্রফেসর ড. আশরাফ হোসাইন তালুকদার।
বিজ্ঞাপন
সভাপতিত্ব করেন মাভাবিপ্রবি লায়নস ক্লাবের সভাপতি লায়ন প্রফেসর ড. ইঞ্জি. মোঃ ইকবাল মাহমুদ এবং সঞ্চালনা করেন লায়ন প্রফেসর ড. ইঞ্জি. মোঃ আজিজুল হক।
অনুষ্ঠানের আগে মাভাবিপ্রবি লায়নস ক্লাবের উদ্যোগে ৫টি পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে লায়নস ক্লাবের সম্মানিত সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
(মোঃ সামছুল আলম) /উপ-পরিচালক (জনসংযোগ)
জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তর /মাভাবিপ্রবি।