উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করুন- খান আহমেদ শুভ
তপন কুমার শেঠ :উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করুন। গতকাল সোমবার মির্জাপুরের জামুর্কী নবাব স্যার আব্দুল গণি বহুমুখী উচ্চবিদ্যালয়ে তিন তলা উর্ধ্ব ভবনের উদ্বোধন,,১০৯তম বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ভুমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, মির্জাপুর-৭এর এম,পি জনাব খান আহমেদ শুভ প্রধান অতিথির বক্তব্যকালে একথা বলেন।তিনি দেশ গঠনে মাননীয়া প্রধানমন্ত্রীর ভুয়সী প্রসংশা করেন।
বিজ্ঞাপন
এসময় তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন উন্নত দেশ ও জাতি গঠনে শিক্ষার কোন বিকল্প নেই,,দেশের সংস্কৃতি ধরে রাখতে তিনি খেলাধুলার প্রতিও গুরুত্ব আরোপ করেন।
বিজ্ঞাপন
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শরীফ উজ্জামানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃহাফিজুর রহমান।এসময় মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সহ সভাপতি এস এম মোজাহিদুল ইসলাম মনির,সাংগঠনিক সম্পাদক আমানুর রহমান আকন্দ, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আব্দুর রউফ মিয়া,মির্জাপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক অপু শেখ ছাড়া ও মির্জাপুর উপজেলা আওয়ামী লীগ, জামুর্কী ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।