র্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জ সদরে ৯২ বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ী আটক
৩০ মার্চ ২০২৩ খ্রিঃ ভোর রাত ০৪.৪০ ঘটিকায় র্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন কর্ড্ডার মোড় সদানন্দপুর হইতে এম মনছুর আলী রেল গেটের দিকে যেতে হাতে ডান পার্শ্বে ধানসিঁড়ি দইঘর এর সামনে পাকা রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ৯২ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এছাড়াও তাহার সাথে থাকা মাদক ক্রয়-বিক্রয় ও বহনের কাজে ব্যবহৃত ০১ টি মটরসাইকেল এবং ০২টি মোবাইল জব্দ করা হয়।
বিজ্ঞাপন
গ্রেফতারকৃত আসামীঃ মোঃ জাহাঙ্গীর আলম(২৩), পিতা-মোঃ মোকছেদ আলী, সাং-ঝাড়বাড়ী, ৬নং ভাতুড়িয়া ইউনিয়ন, থানা-হরিপুর, জেলা-ঠাকুরগাঁও।
বিজ্ঞাপন
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলো।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।
বিজ্ঞাপন
র্যাব- ১২, সিরাজগঞ্জ মিডিয়া অফিসার সহকারি পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
তিনি জানান র্যাব-১২ সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।সেই ধারাবাহিকতায় এই অভিযান। এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২ বদ্ধপরিকর।
র্যাব-১২ কে তথ্য দিয়ে – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে সকলের অংশনেয়ারও আহবান জানান তিনি।