র্যাব-১৩, রংপুর কর্তীক ১০৯৫ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রফতার
৩০ মার্চ ২০২৩ খ্রিঃ র্যাব-১৩, ব্যাটালিয়ন সদর এর একটি আভিযানিক দল গােপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী থানাধীন দক্ষিণ তিলাই পাড়া বটতলা গ্রামের জৈনক মাঃ ইউসুফ আলী (৪৫), পিতা-মত আজিমুদ্দিন এর বসত বাড়ীর সামেন কাঁচা রাস্তার উপর অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ১০৯৫ পিস নিশাজাতীয় মাদক ইয়াবা ট্যাবলটসহ মাদক ব্যবসায়ী মাঃ সফর আলী (৫৬), পিতা-মত আব্দুস সুবহান, সাং-দক্ষিণ তিলাই পাড়া, থানা-ভূরুঙ্গামারী, জলা-কুড়িগ্রাম’ক গ্রফেতার করেন এবং অপর একজন আসামী মাঃ আলম হাসন (৪০), পিতা-মৃত কােবাত আলী মেম্বার, সাং-দক্ষিণ তিলাই পাড়া, থানা-ভূরুঙ্গামারী, জলা-কুড়িগ্রাম কৌশলে পালাইয়া যায়।
বিজ্ঞাপন
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে তার সম্পক্ততার কথা স্বীকার করছে।
বিজ্ঞাপন
তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গােপন অনুসন্ধান চলছে। ধৃত আসামীর বিরুদ্ধে কুড়িগ্রাম জেলার ভরুঙ্গামারী থানায় র্যাব বাদী হয় একটি মাদক মামলা রুজু করছে এবং আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তাÍর করা হয়েছে।
বিজ্ঞাপন
সহকারি পরিচালক (মিডিয়া) ফ্লাইট লফটন্যাট মাহমুদ বশির আহমদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকই দেশের সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি সমুনত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয় আসার ক্ষেত্র অগ্রণী ভমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, অপহৃত ভিকটিম উদ্ধার, ডাকাতসহ নিষিদ্ধ ঘাষিত জঙ্গী সংগঠনের বিরুদ্ধ ব্যপক অভিযান চালিয় আসছ। সেই ধারাবাহিকতায় এই অভিযান ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।