রংপুরে হাততালির মাধ্যমে মাধ্যমে সংহতি প্রকাশ
পহেলা এপ্রিল রংপুর টাউন হল চত্তরে দুপুর তিনটায় ডিজিটাল নিরাপত্তা আইন, র্যাব হেফাজতে জেসমিন হত্যা, সাংবাদিক হয়রানি ও গ্রেফতার এবং দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য ব্যঙ্গাত্বক কর্মসূচির মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে ‘হাততালি কর্মসূচীপালিত হয়।
বিজ্ঞাপন
উক্ত কর্মসূচীর আয়োজন করেন ওয়াসিফা জাফর অদ্রি ও ইমরান হোসেন। এই কর্মসূচীতে সঞ্চালনা করেন প্রত্যয়ী মিজান এবং সভাপতিত্ব করেন চিনু কবির। সেই সাথে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের রংপুর জেলা আহবায়ক তৌহিদুর রহমান, আন্তর্জাতিক আইন সহায়তা ফাউন্ডেশনের আইন সম্পাদক রেদওয়ান ফেরদৌস, গীতিকার ও নাট্যকার কামাল উদ্দীন আপেল, নূর এ আজম দীপু, রিদু সরকার, ভরত রায় প্রমুখ ।
বিজ্ঞাপন
সেই সময়ে আশপাশ থেকে রংপুরের জনগণও হাততালির মাধ্যমে সংহতি প্রকাশ করেছেন।
ওয়াসিফা জাফর অদ্রি/রংপুর ০১৫২১৫৭৮২৪৯