র্যাব-১৩, ব্যাটালিয়ন সদর, রংপুর এর হাতে ২০০ বাতল ফন্সিডিলসহ ১ জন গ্রফতার
৫ এপ্রিল ২০২৩ খ্রিঃ রাত ০২.৩০ ঘটিকায় র্যাব-১৩, ব্যাটালিয়ন সদর এর একটি আভিযানিক দল গােপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরীর পরশুরাম থানাধীন নিয়ামত কদমতলা গঙ্গাচড়া টু রংপুরগামী পাঁকা রাস্তায় চেকপাষ্ট করাকালীন পাথর ভর্তি একটি ট্রাক সন্দেহের ভিত্তিতে চেক করে অবৈধ মাদকদ্রব্য ২০০ বাতল ফন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেন।
বিজ্ঞাপন
গ্রেফতারকৃত আসামী মাঃ ফারুক হাসন (৩২),লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানাধীন দক্ষিন গনসাম এলাকার মৃত আমিনুর রহমান এর ছেলে।
বিজ্ঞাপন
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে তার সম্পক্ততার কথা স্বীকার করেছে।
বিজ্ঞাপন
তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গাপন অনুসন্ধান চলছে। ধৃত আসামীর বিরুদ্ধে, আরপিএমপি, রংপুর, পরশুরাম থানায় র্যাব বাদী হয় একটি মাদক মামলা রুজু করছে এবং আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্ত করা হয়েছে।
বিজ্ঞাপন
র্যাব-১৩, ব্যাটালিয়ন সদর, রংপুর এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) ফ্লাইট লফটন্যাট মাহমুদ বশির আহমদ ০৫ এপ্রিল ২০২৩ খ্রিঃ। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকই দেশর সার্বিক আইন শখলা পরি¯িতি সমুনত রাখার লক্ষ্যে সব ধরণর অপরাধীকে আইনের আওতায় নিয় আসার ক্ষত্রে অগ্রণী ভমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, অপহৃত ভিকটিম উদ্ধার, ডাকাতসহ নিষিদ্ধ ঘাষিত জঙ্গী সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছেে। সেই ধারাবাহিকতায় এই অভিযান ভবিষ্যতেও এধরণের অভিযান চলমান থাকবে।