টাঙ্গাইল নকল সেমাই কারখানায় র্যাব-১৪ সিপিসি ৩ এর ভেজাল বিরোধী অভিযান
টাঙ্গাইল প্রাসনের সহায়তায় বিসিক এলাকায় র্যাব-১৪ সিপিসি ৩ এর ভেজাল বিরোধী অভিযান। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ ওয়ান ফুড ভেবার কে ৪০ হাজার টাকা জরিমানা।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার বিকেল ০৩:০০ ঘটিকায় তারটিয়া প্রাইমারি স্কুল অসংলগ্ন একটি গোডাউন পরে বিসিক এলাকায়র এ ওয়ান এন্ড ফুড ভেবারেজ কারখানায় অভিযান চালায় র্যাব।
বিজ্ঞাপন
এসময় নোংরা পরিবেশে লোকাল সেমায় অস্বাস্থ্যকর অবস্থায় এবং নোংরা পরিবেশে বিভিন্ন ব্র্যান্ডের নাম নকল করে মোডক লাগানোর সময় হাতে নাতে ধরা পড়ে এছাড়াও লোকাল বাজার থাকে চাউল কিনে চাষী ভাই নামে চালাচ্ছ, এছাড়াও এ ওন ফুড এন্ড ভেবারিজ এর মুলত ট্যাংক সরবতের সফট পাওডার তৈরী করার কথা থাকলেও তিনি ট্যাংক এর পাশাপাশি তিনি এই কারখার ভিতরে নকল সেমাই তৈরি করেন এবং ওজনেও রয়েছে কম।
বিজ্ঞাপন
কাখানার বিভিন্ন দলিলের সাথে উৎপাদিত পণ্যের লেভেলের পুরোপুরি মিল নেই। বিষয়টি কারখানার মালিক উপস্থিত সকলের সামনে স্বীকার করেন।এবং নিজের পরআধের হয়েেে বলেও তিনি জানান। বিবিন্ন অপরাধে এ ওয়ান ফুড ভেবারেজ এর মালিক স্বপন রায়(৩৫) পিতা পরেশ দত্ত রয় কে জেলা নির্বাহী মেজিস্টেট ৪০ হাজার টাকা জরিমানা করেন সে সময় ৬ লক্ষ টাকার ভেজাল পন্য জব্দ করা হয়।
বিজ্ঞাপন
র্যাব- ১৪ সিপিসি- টাঙ্গাইল কোম্পানির কমান্ডার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশিত করেন।