টাঙ্গাইল করটিয় খান ভিলায় মরহুম হামিদুল হক তালুকদার স্মরণে দোয়া ও ইফতার মাহফিল
সাগর আহমেদ : টাঙ্গাইলের করটিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বি.এন.পি.) এর টাংগাইল জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ও সরকারি সা’দত বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক এ.জি.এস. মরহুম হামিদুল হক তালুকদার স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
গত ১৪ এপ্রিল (শুক্রবার)মরহুম হামিদুল হক তালুকদার স্মৃতি সংসদের আয়োজনে করটিয়া বাজার সংলগ্ন খান ভিলায় এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
হামিদুল হক তালুকদার স্মৃতি সংসদের পক্ষে অধ্যাপক মনিরুজ্জামান মনির এর সভাপতিত্বে ও সরকারি সা’দত কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এস.এম. মিসবাহ উদ্দিন এর সঞ্চালনায় মরহুম হামিদুল হক তালুকদার স্মরণে ইফতার ও দোয়াম মাহফিলের পূর্বে আলোচনায় পস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় যুবদলের সহ- সাধারণ সম্পাদক ও টাংগাইল জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম, জাহিদ হোসেন মালা ( সিনিয়র যুগ্ম-আহ্বায়ক, টাংগাইল জেলা যুবদল), মোঃ রেজাউল খান বাবু (যুগ্ম- আহ্বায়ক, টাংগাইল জেলা ছাত্রদল), লুৎফর রহমান চঞ্চল ( যুগ্ম- আহ্বায়ক, টাংগাইল জেলা ছাত্রদল)
বিজ্ঞাপন
অন্যান্যদের মধ্যে যারা উপস্থিত ছিলেন আবু রায়হান খন্দকার লিটন ( সিনিয়র যুগ্ম-আহ্বায়ক, টাংগাইল জেলা মৎস্যজীবী দল), খন্দকার খালিদ সাইফুদ্দীন জুয়েল ( সিনিয়র যুগ্ম-আহ্বায়ক, টাংংগাইল সদর থানা যুবদল), মোঃ ইউসুফ আলী ( সভাপতি, করটিয়া সা’দত বাজার সমিতি), টিপু তালুকদার
সদস্য সচিব করটিয়া ইউনিয়ন যুবদল,হাসানাত জামিল (সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, করটিয়া সা’দত বাজার সমিতি)
বিজ্ঞাপন
এছাড়াও টাংগাইল সদর থানা ও করটিয়া ইউনিয়ন পর্যায়ে বি.এন.পি, ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও সদস্য বৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক এলাকার মান্যগণ্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
স্থানীয় মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ মাসুদুর রহমান দোয়া পড়ান, দোয়া ও ইফতার মাহফিলে রহুম হামিদুল হক তালুকদার এর পরিবার সহ বি.এন.পির প্রয়াত নেতৃবৃন্দদের রুহের মাগফিরাত কামনা করেন।