র্যাব-১৩, রংপুর এর হাতে মিঠাপুকুর চাঞ্চল্যকর গৃহবধুক হত্যার প্রধান আসামী ঘাতক স্বামী গ্রেফতার
রংপুর জেলার মিঠাপুকুর ডিসকোভার মাটরসাইকেল ২লক্ষ টাকা নগত এবং ২ লক্ষ টাকার আসবাবপত্র যৌতুক নিয়ে বিবাহের দুই মাস পর থেকে পুনরায় যৌতুকর দাবিত নিজ গৃহবধুকে হত্যার হত্যা করে।
বিজ্ঞাপন
গৃহবধু খুনের চাঞ্চল্যকর ঘটনায় প্রধান আসামী ঘাতক স্বামীকে ঘটনা ৭ দিনের মধ্যে গ্রফতার করছে র্যাব-১৩, রংপুর।
গত ০৭ মার্চ ২০২৩ ইং তারিখ রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন যৌতুকের দায় ভিকটিম শিমু বেগম (২০) খুন হয়। উক্ত ঘটনাটি জাতীয় ও স্থানীয় সংবাদ মাধ্যমসমূহে প্রচারিত হলে বেশ চাঞ্চল্যর সষ্টি হয়। ঘটনার পরথেকে খুনিরা আত্মগােপন করে। এলাকাবাসীর মাধ্যম জানা যায় যে, ভিকটিম নিহত শিমু বগেম (২০)এর সাথে পারিবারিকভাবে মাঃ বাবুল মিয়ার ছেলে মাঃ দুলাল মিয়ার সাথে ১৮ মাস আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।
বিজ্ঞাপন
বিয়ের পর থেকই তার স্বামী, শ্বশুর এবং শাশুড়ী যৌতুকের জন্য বিভিনভাবে তাকে নির্যাতন করতে থাকে। আরও জানা যায় যে, ভিকটিম এর বিবাহের পর ডিসকভার মাটরসাইকল, ঘরের আসবাবপত্র এবং নগদ ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা যতুক হিসবে প্রদান করেন। বিবাহের কিছুদিন পর হতে ০১নং আসামী মাঃ দুলাল মিয়া অন্যান্য আসামীগণর কু-পরামর্শে আরও ১,০০,০০০ (এক লক্ষ) টাকার যতুকের দাবিতে ভিকটিমকে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করচ আসছিল। সেই ধারাবাহিকতায় গত ০৭ মার্চ ২০২৩ তারিখ ভিকটিম শিমু বগেম (২০)’কে ব্যপকভাবে মারপিটসহ বিভিন প্রকার শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে। এক পর্যায়ে ০১ নং আসামী মাঃ দুলাল মিয়া (২৪), ০২নং আসামী মাঃ বাবুল মিয়া (৫০) এবং ০৩নং আসামী মােছা দুলালী বেগম (৪৪) ভিকটিমের গলা চেপে হত্যা করে।
বিজ্ঞাপন
হত্যার পর ঘটনাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার জন্য মুখে কীটনাশক বিষ দেয়। ভিকটিমের বাবা নিজে বাদী হয়ে ০৭/০৩/২০২৩ ইং তারিখে আসামীরা ভিকটিম’কে পূর্ব-পরিকল্পিতভাব হত্যার দায়ে রংপুর জলার মিঠাপুকুর থানায় এজাহার দায়ের করেন, যার মামলা নং-১০, তারিখ-০৭/০৩/২০২৩, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশাধিত ২০২০) এর ১১(ক)/৩০। ঘটনার পর পরই আসামীরা বিভিন্ন স্থানে আত্মগাপন করে।
বিজ্ঞাপন
র্যাব-১৩, ব্যাটালিয়ন সদর উক্ত চাঞ্চল্যকর ঘটনার বিষয় গােয়দা নজরদারী শুরু করে। এক পর্যায়ে তথ্য উপাত্ত পর্যালাচনা করে এবং গাপন সংবাদের ভিত্তিতে ১৪এপ্রিল ২০২৩ ইং তারিখে জামালপুর জেলার বকশীগঞ্জ থানা এলাকায় র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর এর সাথে যৌথ অভিযান পরিচালনা করে হত্যা মামলার ০১নং আসামী (স্বামী) মাঃ দুলাল মিয়া (২৪) কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামী রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন দূর্গাপুর রশনিপাড়া এলাকার মাঃ বাবুল মিয়ার ছেলে।
বিজ্ঞাপন
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, ধৃত আসামী অন্যান্য আসামীদের সহায়তায় ঐ দিন পূর্ব পরিকল্পিতভাবে ভিকটিমর গলা চেপ হত্যা করে এবং পরে মুখে বিষ ঢেল দেয় বলে স্বীকার করে। অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য র্যাব-১৩ গােয়দা নজরদারি চালিয়ে যাছে।
র্যা ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লফটন্যাট মাহমুদ বশির আহমেদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃখলা পরিস্থিতি সমুনত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষত্রে অগ্রণী ভমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, অপহৃত ভিকটিম উদ্ধার, ডাকাতসহ নিষিদ্ধ ঘাষিত জঙ্গী সংগঠনের বিরদ্ধে ব্যপক অভিযান চালিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় এই অভিযান। র্যাবের এধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।