টাঙ্গাইলে চাঞ্চল্যকর মামা হত্যা মামলার প্রধান ০২ আসামী গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-০৩, টাঙ্গাইল ক্যাম্প।
টাঙ্গাইল জেলার মধুপুর থানার চাঞ্চল্যকর আপন ভাগিনা কর্তৃক মামা আঃ জলিল (৪৫) হত্যা মামলার এজাহারনামীয় পলাতক প্রধান ০২ আসামীকে টাঙ্গাইল জেলার কালিহাতি থানাধীন কালিহাতি বাসস্ট্যান্ড এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-০৩, টাঙ্গাইল ক্যাম্প।
বিজ্ঞাপন
২৬এপ্রিল ২০২৩ খ্রিঃ অনুমান ০০:৩০ ঘটিকার সময় র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল র্যাব ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল জেলার মধুপুর থানার চাঞ্চল্যকর ভাগিনা কর্তৃীক মামা আঃ জলিল (৪৫) হত্যা মামলার আপন দুই ভাই এজাহারনামীয় দুই আসামী গ্রেফতার করেন।
বিজ্ঞাপন
ধৃত আসামী ১ নং আসামী সিহাদ মিয়া(২৩), জেলার মধুপুর থানাধীন সোলাকুড়ি (গিলাগাইছা) এলাকার সাখাওয়াত হোসেনের ছেলে।২ নং আসামী নোমান(২৫) ১ নং আসামীর ভাই।
বিজ্ঞাপন
উল্লেখ্য যে, ধৃত আসামী সিহাদ মিয়া এর সাথে ক্যারাম খেলাকে কেন্দ্র করে দুজন ব্যক্তির মধ্যে ঝগড়াঝাঁটি হয়। উক্ত ঝগড়াঝাঁটির বিচার করেন উক্ত মামলায় নিহত আঃ জলিল। বিচারে অসন্তুষ্ট হয়ে উপরোক্ত গ্রেফতারকৃত দুইজন আসামী সহ অন্যান্য আসামীরা মিলে গত ১৫ এপ্রিল ২০২৩ খ্রিঃ ১৫:০০ ঘটিকার সময় টাঙ্গাইল জেলার মধুপুর থানাধীন হরিণধারা বাজারে আঃ জলিল কে ধারালো ছুরি দ্বারা আঘাত করে হত্যা করে। হত্যাকান্ডের পর থেকেই উপরোক্ত আসামীদ্বয় সিলেটে আত্মগোপনে ছিল। উক্ত ঘটনায় নিহত আঃ জলিলের ছোট ভাই মোঃ খলিলুর রহমান (৪৩) বাদী হয়ে মধুপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যা মধুপুর থানার মামলা নং-১৭, তারিখ- ১৬/০৪/২০২৩ খ্রিঃ, ধারা- ৩০২/১০৯/৩৪ পেনাল কোড-১৮৬০।
বিজ্ঞাপন
উক্ত এজাহার নামীয় আসামীদের সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করার নিমিত্তে মধুপুর থানায় ইতোমধ্যে হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প। কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের, পিপিএম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
তিনি জানান “বাংলাদেশ আমার অহংকার” এই শ্লোগান নিয়ে জন্ম হয় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের প্রতিষ্ঠালগ্ন থেকে র্যাব বাংলাদেশের মানুষের কাছে আস্থা ও বিশ্বাসের প্রতীক। জঙ্গিবাদ, মাদক চোরাচালান, সন্ত্রাসবাদ, ছিনতাই, ডাকাতি, জুয়া, প্রতারকচক্র, অপহরণ, খুন, ধর্ষণসহ বিভিন্ন ধরণের অবৈধ কর্মকান্ড থেকে রক্ষার জন্য প্রতিষ্ঠালগ্ন থেকে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন দেশব্যাপী আপোষহীন অবস্থানে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সেই ধারাবাহিকতায় এই অভিযান। ভবিষ্যতে এ ধরনের অভিযান চলমান থাকবে।