টাঙ্গাইলে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান
করটিয়া টাঙ্গাইল থেকে উজ্জল: টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া কলেজপাড়ায় এঘটনা ঘটেছে।শুক্রবার,২৮ এপ্রিল সকাল থেকে টাঙ্গাইল করটিয়া কলেজপাড়া প্রেমিক সাইফুল ইসলাম বাবুর বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নিয়েছেন প্রেমিকা।
বিজ্ঞাপন
প্রেমিক সাইফুল ইসলাম বাবু উপজেলার করটিয়া ইউনিয়নের কলেজপাড়া গ্রামের মো. মনোয়ার হোসেনের ছেলে। স্থানীয় ইউপি সদস্য মো.শাহীন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
বিয়ের দাবিতে অবস্থান নেওয়া ওই নারী জানান, তিনি আর সাইফুল ইসলাম বাবু একত্রে টাঙ্গাইল ‘ল’ কলেজে আইন বিষয়ে পড়ালেখা করতো। সেখানে তাদের প্রথম পরিচয় গত ১ বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলছে।
বিজ্ঞাপন
সাইফুল ইসলাম বাবু প্রেমের ফাঁদে ফেলে এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার সব কিছুই লুটে নিয়েছে। এখন বিয়ে করতে অস্বীকার করছে। তার পরিবারও এই সম্পর্ক মানতে নারাজ। এই পরিস্থিতিতে বাধ্য হয়েই প্রেমিকের বাড়িতে গিয়ে অবস্থান নিয়েছেন ওই নারী। বিয়ে না করলে আত্মহত্যা করবেন বলেও জানান ওই নারী।
বিজ্ঞাপন
রেশমি আরো জানান আমি এখন কি করবো কোথায় যাব। আমার মান সম্মান সব শেষ। বাবু আমাকে প্রেমের ফাঁদে ফেলে আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে যায়। এবং বিভিন্ন রেস্টুরেন্টে খাওয়ান, আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে আমার সাথে সব রকমের সম্পর্ক স্থাপন করে আমার সর্বস্ব লুটে নেন।
বিজ্ঞাপন
‘ল’ কলেজে পড়ার সুবাদে আস্তে আস্তে যখন আমাদের সম্পর্ক গভীর হতে থাকে তখন আমি বাবুকে বলি আমার আগে বিয়ে হয়েছিল। এ কথা শোনার পর বাবু আমাকে বলে তাতে আমার কোন সমস্যা নেই। আমি এটাও বলি তোমার চেয়ে তো আমার বয়স বেশি। তোমার পরিবার কি আমাকে মেনে নিবে? তখন বাবু আমাকে বলে তাতে কোনো সমস্যা নেই আমাদের নবীর তো এমন অনেক ঘটনা আছে। তখন নবীজ্বির উদাহরণ দিয়ে আমাকে অনেক বুঝিয়ে বিয়ের পলোভোণ দেখিয়ে তার প্রেমের ফাঁদে ফেলে। এখন কিছুদিন থেকে আমার সাথে যোগাযোগ বাদ দিয়ে আমাকে অস্বীকার করতেছে।বাধ্য হয়ে আমার ভালবাসার অধিকার স্ত্রীর মর্যাদার অধিকার আদায়ের জন্য আজ আমি সাইফুল ইসলাম বাবুর বাড়িতে বিয়ের দাবিতে আসি। আমাকে এবাড়ির কেহই সহযোগিতা করছেনা মানবাধিকার কর্মী এবং সংবাদ কর্মীরা এসেছিল এই বাবুদের আত্মীয় পড়িচয়ে এক প্রভাবশালী তাদের সাথে খারাপ আচরণ করেছে আমাকে পুলিশ দিয়ে তুলে নিয়ে যাবে এরকম হুমকিও দিয়েছে আমি এই বাড়ি ছাড়ছিনা। আমি মাননীয়া প্রধানমন্ত্রী সহ দেশের সকলের কাছে এর সঠিক বিচার চাই এবং সকলকে আমার পাশে চাই।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, শুক্রবার সকাল থেকে ওই নারী বিয়ের দাবিতে সাইফুলের বাড়িতে অবস্থান করছেন।
এ বিষয়ে সাইফুল ইসলাম (বাবু) ও তার পরিবারের সাথে কথা বললে তারা সবাই ক্যামারার সামনে কথা বলতে রাজি হয়নি। তবে সাইফুল ইসলাম ওই মেয়ের সাথে প্রেমের সম্পর্ক অস্বীকার করছেন।
এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া(পিপিএম) জানান, এ নিয়ে ওই নারী এখনো থানায় কোনও অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।