টাঙ্গাইল করটিয়া বীরপুশিয়া হাট বাইপাস আঞ্চলিক শাখার মহান মে দিবস পালন।
উজ্জ্বল মিয়াঃ সারা দেশের ন্যায় টাঙ্গাইল বীরপুশিয়া হাট বাইপাস জেলা অটোরিকশা অটোটেম্পো সি,এন,জি শ্রমিক ইউনিয়ন আঞ্চলিক শাখা মহান মে দিবস ২০২৩ পালন করেছেন।
বিজ্ঞাপন
পহেলা মে ২০২৩ ইং রোজ সোমবার সকাল থেকে বীরপুশিয়া হাট বাইপাসবীরপুশিয়া হাট বাইপাস জেলা অটোরিকশা অটোটেম্পো সি,এন,জি শ্রমিক ইউনিয়ন আঞ্চলিক শাখা অফিসের সামনে সকল শ্রমিক একতাবদ্ধ হয়ে দুনিয়ার মজদুর এক হও শ্রমিক ঐক্য জিন্দাবাদ স্লোগানে মে দিবসটি পালন করেন।
বিজ্ঞাপন
এসময় উপস্থিত ছিলেন বীরপুশিয়া হাট বাইপাস আঞ্চলিক শাখার সভাপতি , মো: আরিফ সরকার, সহসভাপতি উইপি সদস্য মো:লতিফ মিয়া,সংগঠনের উপদেষ্টা আব্দুল মান্নান, কোষাধক্ষ্য বেলায়েত হোসেন (বুলু), রোড সেক্রেটারি মোস্তফা সিকদার, কার্য্যকরী সদস্য মো: রুহুল আমীন, সদস্য সিরাজুল ইসলাম প্রমুখ।