গাজিপুরে মে দিবস উপলক্ষে সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা
পহেলা মে শ্রমিক দিবস সারা দেশের শ্রমিক ইউনিয়ন, শ্রমিক সংগঠনগুলো যথাযথ মর্যাদায় দিবসটি পালন করেছে।
বিজ্ঞাপন
মে দিবস শ্রমিকদের অধিকার আদায়ের দিন এ জন্য এই দিবস টকে শ্রমিক দিবস ও বালা হয়। মে দিবস উপলক্ষে গাজিপুরের সাংবাদকরা আলোচনা সভার আয়োজন করেন।
বিজ্ঞাপন
বেলা ১১টায় মহান মে দিবস উপলক্ষে গাজীপুর সাংবাদিক ইউনিয়নের (জিইউজে) কার্যালয়ে গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরামের সভাপতি ও পিপলস লাইফ সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়া।
জিইউজের সাধারণ সম্পাদক এম এ সালাম শান্তর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সহ-সভাপতি মোতাহার হোসেন সম্পাদকমণ্ডলীর উপদেষ্টা দৈনিক ভোরের আকাশ , ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতির সভাপতি মো. আল-মামুন।
বিজ্ঞাপন
প্রধান অতিথির বক্তব্যে আজিজুল ইসলাম ভূঁইয়া বলেন, সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় আরো বেশি সোচ্চার ও সচেতন হতে হবে। মে দিবসে এটাই হবে আমাদের অঙ্গীকার।
আরো বক্তব্য রাখেন গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ও দৈনিক মুক্ত বলাকার সম্পাদক মোঃ আলমগীর হোসেন , সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া , শ্রীপুর ইউনিট চিফ আলামিন , সদর ইউনিট চিফ মেহেদী হাসান বিপ্লব , কাপাসিয়া ইউনিট চিফ জাকির হোসেন কামাল ও রাশেদ উল ইসলাম কমল সদস্য গাজীপুর সাংবাদিক ইউনিয়ন । আরো উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যবৃন্দ।
আলিফ আরিফা /গাজীপুর