টাঙ্গাইলের দেলদুয়ারে মা ও দুই ছেলেসহ ৩ জনের মরদেহ উদ্ধার করেছে দেলদুয়ার থানা পুলিশ।
উজ্জ্বল মিয়াঃ ৬মে শনিবার টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার দেউলি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চকতৈল (পূর্বপাড়া) গ্রামে আনুমানিক বিকেল ৫টার দিকে ঘরের ভিতর থেকে মা, ও ২ ছেলের মরদেহ উদ্ধার করেছে দেলদুয়ার থানা পুলিশ।
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার দেউলি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ৮ নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোঃ ফজলু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায় শনিবার আনুমানিক বিকেল ৫টার দিকে ঘরের ভিতর দেখতে পায় মা,য়ের লাশ ঘরের ধন্নার সাথে ঝুলন্ত অবস্থায় আছে ও ২ছেলের লাশ বিছানার উপর পরে থাকতে দেখে এলাকাবাসী। পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লা,শ উদ্ধার করে।
বিজ্ঞাপন
নিহত মুনিরা (২৫) ও তার দুই ছেলে ১/মুশফিক (৫) মাশরাফি (২) ৮ নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোঃ ফজলু মিয়ার ছেলের বৌ ও দুই নাতি।
বিজ্ঞাপন
এলাকাবাসি জানান, এঘটনার পর স্বামী শাহেদ পলাতক আছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, দুই সন্তানকে হ,ত্যার পর মা আত্ম,হ,ত্যা করতে পারে। এদিকে এলাকাবাসি বলছে, স্বামী শাহেদ, স্ত্রী এবং ছেলেদের হ,ত্যা করে পালিয়ে গেছে।
বিজ্ঞাপন
এলাকাবাসী সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘাতক স্বামী শাহেদের বিচার চায়। শাহেদ একজন মাদক,সেবী এবং এলাকায় চুরি করে বলে জানান তারা।