সিরাজগঞ্জে ধর্ষণ ও পর্ণোগ্রাফি মামলার ধর্ষক জাকির হোসেন ( জুলহক) কে আটক করেছে র্যাব-১২।
০৮ মে ২০২৩ খ্রিঃ ১২.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় র্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল রাজশাহী মহানগরের রাজপাড়া থানাধীন বহরমপুর এলাকা হতে ধর্ষণ ও পর্ণোগ্রাফি মামলার এজাহারনামীয় পলাতক আসামী
গ্রেফতার করেন।
বিজ্ঞাপন
গ্রেফতার কৃত আসামি মোঃ জাকির হোসেন ( জুলহক৩০), সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানাধীন চালাএলাকার মোঃ আবুল হোসেন এর ছেলে।
বিজ্ঞাপন
তার বিরুদ্ধে থানার মামলা নং-৮/১৬১, তাং- ০৬/০৫/২০২৩, ধারা ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন, সংশোধনী ২০০৩ এর ৯(১) এবং ২০১২ সালের পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ৮(১)/৮(২)/৮(৩) রয়েছে।
বিজ্ঞাপন
গ্রেফতারকৃত আসামীকে সিরাজগঞ্জের উল্লাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞাপন
সিপিএসসি, সিরাজগঞ্জ, র্যাব-১২ ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার বিএন মোঃ আবুল হাশেম সবুজ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
তিনি জানান র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় এই অভিযান।