র্যাব-১৩, রংপুর কর্তৃীক ২৩.৭০০ কজি গাঁজা এবং ৯৯ বােতল ফন্সিডিলসহ ০৩ জন গ্রেফতার একটি পিকআপ জব্দ।
১৪ ম ২০২৩ খ্রিঃ ভাের ০৫: ৪৫ ঘটিকায় র্যাব-১৩, ব্যাটালিয়ন সদর এর একটি আভিযানিক দল গােপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন রংপুর টু বগুড়া মহাসড়কে সুনিদিষ্ট তথ্যের ভিত্তিতে চেকপাষ্ট করাকালীন সময় একটি পিকআপ তল্লশি করে অবৈধ মাদকদ্রব্য ২৩.৭০০ কজি গাঁজা এবং ৯৯ বাতল ফেন্সিডিলসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেন। মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়।
বিজ্ঞাপন
গ্রেফতার কৃত আসামি ১। মাঃ মহদী হাসান (২৭), বগুড়া জেলার গাবতলী থানাধীন তলিহাটা মধ্যপাড়া এলাকার আব্দুল জাব্বর মিয়ার ছেলে। আসামি ২। মাঃ রায়হানুল হক (২৬), একই জেলার গাবতলী থানাধীন বাইগুনী সাইড়পাড়া এলাকার মৃত আলম প্রামানিক এর ছেলে। আসামি ৩। মাঃ সুমন মিয়া (২০) লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন খামার ভাতী এলাকার আবু তালেব এর ছেলে।
বিজ্ঞাপন
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রফতারকৃত মাদক ব্যবসায়ীগন দীর্ঘদিন যাবৎ পরষ্পর যােগসাজস মাদক ব্যবসা করে আসছে বলে স্বীকার করে। তাদের সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গােপন অনুসন্ধান চলছে। ধৃত আসামীদের বিরুদ্ধেন রংপুর জেলার মিঠাপুকুর থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করছে এবং আসামীদেরক সংশ্লিষ্ট থানায় হস্তাÍর করা হয়ছে।
বিজ্ঞাপন
সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) ফ্লাইট লফটেন্যাট মাহমুদ বশির আহমেদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
তিনি জানান র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকই দেশের সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি সমুনত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয় আসার ক্ষেত্রে অগ্রণী ভমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, অপহৃত ভিকটিম উদ্ধার, ডাকাতসহ নিষিদ্ধ ঘাষিত জঙ্গী সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় এই অভিযান ভবিষ্যতে এ ধরনের অভিযান চলমান থাকবে।