নবাবগঞ্জ কাহারোল ৫ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার ৪ জন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক :দিনাজপুরের নবাবগঞ্জে ৫ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করছে পুুশিল।১৯ মে শুক্রবার ভোর রাতে জেলার কাহারোল উপজেলার কুশট গ্রাম থেকে পাঁচটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
নবাবগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়,গত ১৬মে২০২৩ সকাল ১১ টায় নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে ওষুধ কোম্পানির প্রতিনিধি মোঃ ইবনে মাসুদ (৪৩) এর একটি ডিসকভার ১০০ সিসি কাল সাদা রঙের মোটরসাইকেল চুরি হয়। ঘটনা পর থানায় পুলিশ বাদী হয়ে একটি চুরির মামলা করেন তিনি । ওই মামলায় ১৭মে ২০২৩ ভোর রাতে তথ্যপ্রযুক্তির সহাযোগিতায় গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানা এলাকা থেকে চুরি হওয়া ডিস্কোভার ১০০ সিসি মোটরসাইকেল উদ্ধার হয় । চুরির সাথে জড়িত থাকায় ৪ জন আসামীকে আটক করে নবাবগঞ্জ থানায় আনা হয়।
বিজ্ঞাপন
গ্রেফতারকৃত আসামী- ১।মোঃ জহুরুল ইসলাম (৩৬) সাদুল্লাপুর থানাধীন দড়িতাজপুর গ্রামস্থ মৃত কফিল উদ্দিন এর ছেলে, আসামী ২।মোঃ সৌরভ ইসলাম(২০) একই থানাধীন ছোট ছত্রগাছা গ্রামস্থ মৃত শফিকুল ইসলামের ছেলে , আসামি ৩।মোঃ রাজা মিয়া(৪৫) বড় দাউদপুর গ্রামস্থ মৃত ওয়াহেদ আলীর ছেলে ,মোঃ আব্দুল্লাহ আল মামুন মিঠু (৫৬)ভনিচপাড়া গ্রামস্থ মৃত আব্দুল মতিন এর ছেলে এরা সকলেই দিনাজপুর জেলার বাসিন্দা।
বিজ্ঞাপন
গ্রেফতারকৃতদের মধ্যে ১ জন বিজ্ঞ কোর্টে ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক নিজের দোষ স্বীকার করে স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান করেন।আটককৃতদের দেওয়া তথ্য মতে ১৯মে২০২৩ ভোর পর্যন্ত অভিযান চালিয়ে জেলার কাহারোল উপজেলার কুশট গ্রামের মৃত রাজেন্দ্রনাথ রায় এর ছেলে শ্রী গোবিন্দ চন্দ্র রায়ের বাড়ি থেকে পাঁচটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়েগোবিন্দ চন্দ্র রায় পালিয়ে যায়।
বিজ্ঞাপন
উদ্ধারকৃত মোটরসাইকেল গুলোর মধ্যে ডিস্কোভার ১৩৫ সিসি, রঙ নীল কালো ২ টি, ডস্কোভার ১২৫ সিসি রঙ নীল কালো ১টি ,ডিস্কোভার ১১০সিসি রঙ সাদা- লাল১টি, বাজাজ টি সি১০০সিসি রং সাদা- লাল১টি।
বিজ্ঞাপন
নবাবগঞ্জ থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, আসামী গোবিন্দ চন্দ্র রায় দীর্ঘদিন ধরে চোরাই মোটরসাইকেল ক্রয় বিক্রয় করে আসছে। তিনি আন্তজেলা মোটরসাইকেল চোরদের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন এলাকা থেকে চোরাই মোটরসাইকেলগুলো সংগ্রহ করে ভুয়া কাগজপত্র, নম্বর প্লেট তৈরি করে চোরাই মোটরসাইকেল বিক্রয় করে থাকেন। উদ্ধারকৃত মোটরসাইকেলগুলো বর্তমানে নবাবগঞ্জ থানা হেফাজতে রয়েছে। পুলিশের বিশেষ দলটি আন্তজেলা মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্যদের গ্রেপ্তার করার জন্য চিরুনি অভিযান অব্যাহত রেখেছে। উদ্ধারকৃত মোটরসাইকেলগুলো বিধি মোতাবেক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হবে।
এম সাজেদুল ইসলাম(সাগর)/নবাবগঞ্জ/দিনাজপুর/তারিখ ১৯/০৫/২৩