মাধবপুরে সাংবাদিকের উপর হামলা – নগদ টাকা ও মোটরসাইকেল ছিনতাই।
হবিগঞ্জ থেকে এম এ কাদের : হবিগঞ্জের মাধবপুরে দূর্বৃত্তরা এক সাংবাদিকের উপর হামলা করে মোটরসাইকেল ও টাকা ছিনতাই এর অভিযোগ পাওয়া গেছে।
বিজ্ঞাপন
১৯ মে শুক্রবার সকাল ১০ টার দিকে উপজেলার ৪ নং আদাঐর ইউনিয়ন এলাকার মাধবপুর-নাসিরনগর সড়কের আদাঐর কালী মন্দিরের সামনে জাতীয় দৈনিক এই বাংলা’র মাধবপুর প্রতিনিধি নারায়ণ সরকার নয়ন এর উপর দূর্বৃত্তরা হামলা করে একটি Afacee 4v 160 cc মোটরসাইকেল ও নগদ ২ লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যায়।
বিজ্ঞাপন
এ ব্যাপারে নারায়ণ সরকার নয়ন জানান, সে একজন ইমপোর্ট এক্সপোর্ট লাইসেন্স ধারী ব্যবসায়ী হিসেবে ইলেক্ট্রনিক্স মালামাল আনার জন্য ১৯ মে শুক্রবার দুপুরে ভারতের আগরতলা যাওয়ার কথা। এর আগে সকাল সারে ৯ টার দিকে আদাঐর গ্রামে একটি মোবাইলের জন্য তমাল চক্রবর্তীর বাড়িতে যায়। সেখান থেকে আসার পথে ঐ গ্রামের কালী মন্দির এলাকায় পৌছা মাত্র কয়েকজন দূর্বৃত্ত তার উপর হামলা করে টাকা ও মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায়।
বিজ্ঞাপন
এবিষয়ে নয়ন সরকার মাধবপুর থানার একটি অভিযোগ দায়ের করেন।
বিজ্ঞাপন
থানায় অভিযোগের ভিত্তিতে এস আই সাইদুল ইসলাম ঘটনা স্থলে গিয়ে হিরেন্দ্র সরকার হিরো এর ঘর থেকে মোটরসাইকেলটি উদ্ধার করেন।
বিজ্ঞাপন
এ ব্যাপারে মাধবপুর থানায় মোবাইল নাম্বার যোগাযোগ করলে, ওসি তদন্ত বলেন ওসি ছুটিতে আছে। আমরা অভিযোগ পেয়েছি তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।