রংপুর চাঞ্চল্যকর গৃহবধূ হত্যার প্রধান দুই আসামী গ্রফতার করেছে র্যাব-১৩, রংপুর।
রংপুর চাঞ্চল্যকর বহুল আলোচিত স্বামী ও প্রথম স্ত্রী কর্তৃীক মানুষিক, শারীরিক নির্যাতন ও মুখের ভিতর পানির পাইপ ঢুকিয়ে পানির পাম্প চালুকরে ২য় স্ত্রী গৃহবধূ জােসনা বগম (৪০) কে হত্যার মামলার প্রধান দুই আসামী কে নরসিংদী থেকে গ্রেফতার করেছে র্যাব-১৩, রংপুর।
বিজ্ঞাপন
গ্রেফতার কৃত আসামি ১ (মাঃ আইনুল হক @ আয়ান (৪২)রংপুর জেলার মাহিগঞ্জ থানাধীন বীরভদ্র বালাটারী গ্রামের বাসিন্দা ভিকটিম জোসনা বেগমের স্বামী, আসামী ২ মাছাঃ হাসিনা বগম (৪১) ভিকটিমকে সতিন এবং ১নং আসামী মাইনুল হক আয়নের ১ ম স্ত্রী ।
বিজ্ঞাপন
উল্লেখ্য গত ১৯ ম ২০২৩ তারিখ বিকাল রংপুর জলার মাহিগঞ্জ থানাধীন বীরভদ্র বালাটারী গ্রামর স্বামী মাঃ আইনুল হক @ আয়ান (৪২) এর হাতে নিজ স্ত্রী জােসনা বগম (৪০) খুন হয়। উক্ত ঘটনাটি জাতীয় ও স্থানীয় সংবাদ মধ্যমসমূহে প্রচারিত হলে এলাকায় বেশ চাঞ্চল্যের সষ্টি হয়। বিভিন্ন সূত্র জানা যায় যে, আসামী আইনুল হক @ আয়ান (৪২) ১ম বিবাহর কথা গাপন রেখে ভিকটিম জােসনা বগম (৪০)’কে ইসলামী শরিয়ত মাতাবেক ১৬ বছর পূর্ব বিবাহ করে। এর মধ্য সে ০৩ (তিন) সন্তানের জন্ম দেয়। বিয়ের পর ভিকটিম জােসনা বেগম (৪০) জানত না তার স্বামী পূর্ব বিবাহ বন্ধন আবদ্ধ ছিল যা তার কাছ গােপন করা হয়ছ। পরবর্তীত জাসনা বগম (৪০) ১ম স্ত্রীর কথা জানতে পারলে তখন থকই তাদের মধ্য মনামালিন্য সষ্টি হয় এবং সংসারে অশান্তি দেখা দেয়। গত ১৮ মে ২০২৩ তারিখ সকাল ১০.০০ ঘটিকায় কিস্তি ও বাজার খরচের টাকা চাইলে আসামী মাঃ আইনুল হক @ আয়ান (৪২) এবং তার ১ম স্ত্রী হাসিনা বগম (৪১) ২য় স্ত্রী ভিকটিম জােসনা বগম (৪০)কে গাছের ডাল দিয়ে বধরক মারধর করে এবং তাকে গুরুতর আহত করে ফেলে রাখে। ভিকটিম এর অবস্থা গুরুতর হলে তার চিকিৎসার ব্যবস্থ না করে উল্টাে তাকে ঘরের ভিতর আটকে রাখে তার পাষন্ড স্বামী। গত ১৯ মে ২০২৩ তারিখ বিকাল ০৩.৩০ টায় আবারও স্বামী আইনুল হক @ আয়ান (৪২), ১ম স্ত্রী হাসিনা বেগম ও তার বন্ধু মিলন মিয়া (৪০) মিলু ভিকটিমকে অকথ্য নির্যাতন শুরু করে। নির্যাতনের এক পর্যায় জাসনা বগমের মত্যু নিশ্চিত করতে ভিকটিমর মুখর ভিতরে পানির পাইপ ঢুকিয়ে পানির পাম্প চালু করে দেয়। ভিকটিমর মত্যু নিশ্চিত করে আসামীগণ কৌশলে ঘটনাস্থল হতে পালিয়ে যায়। প্রতিবশীরা এসে ভিকটিমকে মুমূর্ষ অবস্থায় দেখে মাহিগঞ্জ থানা পুলিশকে সংবাদ দেয়। মাহিগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থত হয়ে রংপুর মডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ০৮.৪০ ঘটিকায় তাকে মৃত ঘাষণা করেন। ভিকটিমের বােন নিজে বাদী হয়ে গত ২০/০৫/২০২৩ ইং তারিখ আসামীদের রিরুদ্ধে রংপুর মহানগরীর মাহিগঞ্জ থানায় ০১টি হত্যা মামলা দায়র করনে। যার মামলা নং-০৭, তারিখ-২০/০৫/২০২৩, ধারা-১৮৬০ সালের দন্ডবিধি আইনর ৩০২/৩৪ ধারা। ঘটনার পর পরই আসামীরা বিভিন্ন স্থানে আত্মগাপন করে।
র্যাব-১৩, ব্যাটালিয়ন সদর, রংপুর উক্ত চাঞ্চল্যকর ঘটনার বিষয় গায়দা নজরদারী শুরু কর। এক পর্যায় তথ্য উপাত্ত পর্যালোচনা কর গাপন সংবাদর ভিত্তিত গত ২৪/০৫/২০২৩ ইং তারিখ রাত ১২.৫০ ঘটিকায় র্যাব-১৩, ব্যাটালিয়ন সদর, রংপুর ও র্যাব-১১, সিপিএসসি, নরসিংদী যথভাব অভিযান পরিচালনা কর নারায়ণগঞ্জ জলার আড়াইহাজার থানাধীন গাপালদী গাজীপুরা এলাকা হত চাঞ্চল্যকর হত্যা মামলার ০১নং আসামী (স্বামী) মাঃ আইনুল হক @ আয়ান (৪২), পিতা-মাঃ হাসন আলী এবং ০২নং আসামী মাছাঃ হাসিনা বগম (৪১), স্বামী-মাঃ আইনুল হক @ আয়ান, উভয় সাং-বীরভদ্র বালাটারী, থানা-মাহিগঞ্জ, আরপিএমপি রংপুরদ্বয়’ক গ্রফতার কর।
বিজ্ঞাপন
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ধত আসামী স্বীকার কর য, ভিকটিম জাসনা বগমক মারপিট এবং মুখ পানির পাইপ দিয় পাম্প চালুর মাধ্যম হত্যা করছ। পরবর্তী আইনানুগ ব্যব¯া গ্রহণর নিমিত্ত আসামীদ্বয়ক রংপুর মহানগরীর মাহিগঞ্জ থানায় হস্তাÍরর প্রক্রিয়া চলমান।
বিজ্ঞাপন
র্যাব ১৩ এর অধিনায়কর সহকারি পরিচালক (মিডিয়া) ফ্লাইট লফটন্যাট মাহমুদ বশির আহমদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
তিনি জানান র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃখলা পরিস্থিতি সমুনত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভুমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত অস্ত্রধারী স¿াসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘাষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।সেই ধারাবাহিকতায় এই অভিযান। ভবিষ্যতে এমন অভিযান চলমান থাকবে।