টাঙ্গাইলের কাঠুয়া যোগনীতে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী পালন
আজ ৩০শে মে (মঙ্গলবার) শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সারাদেশের ন্যায় টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় গণভোজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়৷ এর ধারাবাহিকতায় টাঙ্গাইল সদর উপজেলার ৮নং বাঘিল ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে কাঠুয়া যোগনী ঈদগাহ মাঠ সংলগ্ন দোয়া ও গণভোজের আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
এ সময় উক্ত দোয়া ও গনভোজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, প্রধান বক্তা এডঃ ফরহাদ ইকবাল (সাধারণ সম্পাদক, টাঙ্গাইল জেলা বিএনপি) এর উপস্থিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত খালেদাজিয়া রোগ মুক্তি, জিয়া পরিবারের জন্য বিশেষ দোয়ায়া করা হয়।
বিজ্ঞাপন
এছাড়াও দেশের আস্থাশীল পরিস্থিতি থেকে মুক্তি বিএনপির যে সব নেতাকর্মীরা ইতিমধ্যে মৃত্যু বরণ করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা এবং দেশের গনতন্ত্রের মুক্তি চেয়ে দোয়া করা হয়।
বিজ্ঞাপন
দোয়া পাঠ করেন হাফেজ মোঃ আশরাফুল ইসলাম
সে সময় আরো উপস্থিত ছিলেন মামুন সরকার (সহ-সভাপতি, সদর উপজেলা বিএনপি), রেজাউল ইসলাম (সহ-সভাপতি, সদর উপজেলা বিএনপি), হাদিউজ্জামান সোহেল (সিনিয়র সহ-সভাপতি, সদর উপজেলা বিএনপি), আনোয়ার হোসেন (যুগ্ম-সম্পাদক, সদর উপজেলা বিএনপি) আতোয়ার রহমান জিন্নাহ (সদস্য, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপি), এ.কে.এম. তৌহিদুল ইসলাম বাবু (সদস্য সচিব, টাঙ্গাইল জেলা যুবদল), গোলাম ছরোয়ার (সভাপতি, ৮নং বাঘিল ইউনিয়ন বিএনপি), রিয়াজ উদ্দিন (সাধারণ সম্পাদক, ৮নং বাঘিল ইউনিয়ন), রফিকুল ইসলাম স্বপন (সাবেক সাংগঠনিক সম্পাদক, টাঙ্গাইল জেলা যুবদল), হাবিবুর রহমান হাবিব (সদস্য, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপি), এডঃ আবুল কাশেম (সাবেক সাধারণ সম্পাদক, ৮ নং বাঘিল ইউনিয়ন বিএনপি) এবং ৮নং বাঘিল ইউনিয়ন বিএনপি সহ সকল অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দোয়া শেষে উপস্থিত সকল শ্রেনীর মানুষের মাঝ তোবারক বিতরন করা হয়।