মির্জাপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) টাঙ্গাইল শাখা ও সবুজ পৃথিবী মির্জাপুর শাখার উদ্যোগে ৩ জুন শনিবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মির্জাপুরের সোহাগপুর বাজারে আলোচনা সভা ও বৃক্ষ রোপণ করা হয়।
বিজ্ঞাপন
সবুজ পৃথিবী মির্জাপুর উপজেলা শাখার সভাপতি কবি আনোয়ার হোসেন নবীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ পৃথিবীর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সহিদ মাহমুদ, বিশেষ অতিথি ছিলেন কবি আসাদুজ্জামান, সবুজ পৃথিবী কালিহাতী শাখার সভাপতি মোঃ বুলবুল হোসেন, সবুজ পৃথিবী দেলদুয়ার শাখার সাধারণ সম্পাদক বিপ্লব কুমার কর্মকার, মা আমেনা রহমান সাহিত্য পরিষদের উপদেষ্টা মোঃ আশরাফুজ্জামান। আরো বক্তব্য রাখেন সব্রত কর্মকার, সাংবাদিক সুমন, ইঞ্জিয়ার মোঃ আবু হানিফ, শারমিন আমন, লুৎফর রহমান স্বদেশী, আনোয়ার হোসেন, আল মহসিন, হাবিব।