গোপালপুরে সবুজ পৃথিবীর উদ্বোগে ৩ কিলোমিটার রাস্তার দুইপাশে তালগাছ রোপণ।
গোপালপুর প্রতিনিধি :গোপালপুর প্রতিনিধি :বর্তমানে বাংলাদেশে প্রচুর বজ্রপাতের ঘটনা ঘটছে। প্রায়ই শোনা যায় বজ্রপাতে মানুষের মৃত্যসহ বিভিন্ন ক্ষয়ক্ষতির কথা। আর এই বজ্রপাতের ঝুঁকি কমাতে চলছে সবুজ পৃথিবীর ১ লক্ষ তালগাছ রোপণ কর্মসূচী। আজ ১৭ মে গোপালপুর উপজেলা নগদা শিমলা ইউনিয়নের মজিদপুর থেকে পাথালিয়া পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তার দুইপাশে তালগাছ রোপণ করা হয়।
বিজ্ঞাপন
তালগাছ রোপণ কর্মসূচীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগদা শিমলা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান সোহেন। সভাপতিত্ব করেন সবুজ পৃথিবীর সাধারণ সম্পাদক সহিদ মাহমুদ, সন্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ পৃথিবীর পরিচালক শারমিন আলম। এলাকার সাধারণ জনগনের সার্বিক সহযোগিতায় তালগাছ রোপণ বাস্তবায়ন করা হয়। এই কর্মসূচী নিয়মিত চলবে।