টাঙ্গাইল গোপালপুর রেলব্রীজ পার করতে গিয়ে মারা গেলেন স্বামী-স্ত্রী
টাঙ্গাইলের গোপালপুরে রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে স্বামী স্ত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ জুন) দুপুর দেড়টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব -জামালপুর রেললাইনের উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের মোহাইল এলাকায় এই ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহতরা হলেন, উপজেলার রাজগোলাবাড়ি গ্রামের আব্দুল কাদেরের ছেলে মো. আরজু (৫০) ও স্ত্রী সম্পা বেগম (৪০)।
ঝাওয়াইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি জানান, বঙ্গবন্ধু সেতু পূর্ব-জামালপুর রেললাইনের উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের মোহাইল এলাকায় রেল লাইন পার হয়ে বাড়ি ফিরছিলেন নিহত স্বামী ও স্ত্রী। রেলব্রীজ পার হওয়ার সময় জামালপুর থেকে ছেড়ে আসা লোকাল ট্রেনে কাটা পরে ওই দুইজন নিহত হয়েছেন।
তিনি আরও বলেন, ঘটনার পরই স্বজনরা খবর পেয়ে মরদেহগুলো বাড়িতে নিয়ে গেছেন।