ভূয়া পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত চক্রের ০১ জন সদস্য ডিবির হাতে গ্রেপ্তার
গত ২২জুন ২০২৩ খ্রি: ডিবি টাঙ্গাইল একটি চৌকস টিম আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা/২০২৩ উপলক্ষে চুরি, ছিনতাই, ডাকাতি প্রতিরোধ, অবৈধ মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে অনুমান ২২.১৫ ঘটিকার সময় টাঙ্গাইল সদর থানাধীন বেবীস্ট্যান্ডে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল সদর থানাধীন কাগমারী কলেজ মোড়ে কিছু ডাকাত পুলিশ পরিচয়ে ডাকাতির উদ্দেশ্যে পুলিশের নকল পোষাক ও দেশীয় অস্ত্র-শস্ত্র, অন্যান্য মালামাল সহ অবস্থান করে। উক্ত সংবাদের ভিত্তিতে ডিবি টাঙ্গাইলের চৌকস টিম বিশেষ অভিযান পরিচালনা করে রাত ০৮:৩০ ঘটিকায় কাগমারী কলেজ মোড় থেকে ভুয়া পুলিশ সেজে ডাকাত দলের ১ সদস্যকে গ্রেফতার করেন।
বিজ্ঞাপন
ধৃত আসামী ০১। মোঃ সোনাব আলী চোরা (৫০), সিরাজগঞ্জ জেলার চৌহালী থানাধীন চরকুরকী এলাকার মৃত- জিলানী, ও বাতাসী বেগম এর ছেলা।
বিজ্ঞাপন
সে সময় আসামী মোঃ সোনাব আলীচোরা (৫০) এর হেফাজত হতে ০২ সেট পুলিশ পোষাক, ০১টি পুলিশ বেল্ট, ০১ পুলিশ রিফ্ল্যাক্টিং বেল্ট এবং ০৫টি ছোরা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
ধৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পরিচয় প্রতারণা পূর্বক নিজেকে পুলিশ সদস্য হিসাবে পরিচয় দিয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহণের বিষয়ে নিজের দোষ স্বীকার করে।
বিজ্ঞাপন
উপরোক্ত আসামীকে বিচারর্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ পরিচয়ে ডাকাতি প্রস্তুতির সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতার করার জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
টাঙ্গাইল পুলিশ সুপার সরকার মো: কায়সার ২৪ জুন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।