বঙ্গবন্ধু সেতুতে গেল ২৪ ঘন্টায় ৩ কোটি ২৫ লাখ টাকার টোল আদায়
কালের বার্তা অনলাইন ডেক্স : এবার এখন পর্যন্ত মহাসড়কে কোনো প্রকার যানজটের সৃষ্টি হয়নি কারন ঢাকা টাঙ্গাইল মহা সড়ক যান জট মুক্ত রাখতে টাঙ্গাইল জেলা প্রশাসক এবং জেলা প্রশাসন সংশ্লিষ্টদের সাথে মিটিং করে ব্যপক প্রস্তুতি নিয়েছে ফলে এখন পর্যন্ত যান জট মুক্ত রয়েছে মহা সড়ক যানবাহন চলাচল করছে নির্বিঘ্নে। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতুতে গত ২৪ ঘন্টায় ৩ কোটি ২৫ লাখ ৫১ হাজার ৪৫০ টাকার টোল আদায় হয়েছে। সেতু পারাপর হয়েছে ৪২ হাজার ৫৬০টি যানবাহন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৭ জুন) বঙ্গবন্ধু সেতু সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী মো. আহসানুল কবীর পাভেল এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি জানান, গত সোমবার (২৬ জুন) সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৩ কোটি ২৫ লাখ ৫১ হাজার ৪৫০ টাকা টোল আদায় করেছে সেতু কর্তৃপক্ষ (বিবিএ)। এর বিপরীতে ৪২ হাজার ৫৬০টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে সেতুর পূর্ব টোল প্লাজায় ২৪ হাজার ৮১৭টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয় ১ কোটি ৬৬ লাখ ৯৪ হাজার ৯০০ টাকা আর সেতুর পশ্চিম টোল প্লাজায় ১৭ হাজার ৭৪৩টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীত টোল আদায় হয়েছে ১ কোটি ৫৮ লাখ ৫৬ হাজার ৫৫০ টাকা।
তিনি আরও জানান, যান চলাচল স্বাভাবিক রাখতে সেতুর পূর্ব ও পশ্চিমে মোট ১৮টি বুথে টোল আদায় করা হচ্ছে।