১৯৮ বোতল ফেন্সিডিল ও ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিক গ্রেফতার করেছে র্যাব-১৪
এরই ধারাবাহিকতায় ০৯ জুলাই ২০২৩ খ্রিঃ তারিখ সকাল ১০:৪৫ ঘটিকায় র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন সলঙ্গা উপ-স্বাস্থ্য কেন্দ্র এলাকায় অভিযান পরিচালনা করে ১৯৮ বোতল ফেন্সিডিল, ১০ কেজি গাঁজা ও ০১টি পিকআপসহ ০২জন মাদক কারবারিকে গ্রেফতার করেন।
বিজ্ঞাপন
গ্রেফতার কৃত মাদক কারবারিরা হলেন ১। মোঃ রায়হানুল হক (২৬) বগুরা জেলার গাবতলী থানাধীন বাইগুনি শাহীর পাড়া এলাকার মৃত আলম প্রামানিক এর ছেলে। আসামি ২। মোঃ মেহেদী হাসান (২৬) একই থানাধীন তেলিহাটা মধ্যপাড়া এলাকার মোঃ আব্দুল জব্বার মিয়ার ছেলে।
বিজ্ঞাপন
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামীদ্বয় লালমনিরহাট জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ফেন্সিডিল ও গাঁজা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে পিকআপ দ্বারা পরিবহন করে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা এলাকায় নিয়ে আসে। ধৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ লালমনিরহাট জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ফেন্সিডিল ও গাঁজা সংগ্রহ করে দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করে।
বিজ্ঞাপন
উদ্ধারকৃত মাদক দ্রব্যের সর্বমোট আনুমানিক মূল্য ৬,৯৬,০০০/- টাকা।
উক্ত গ্রেফতারকৃত আসামীদ্বয়কে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করার নিমিত্তে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় ইতোমধ্যে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।
বিজ্ঞাপন
র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প এর কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পরিচালক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের, পিপিএম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান “বাংলাদেশ আমার অহংকার” এই শ্লোগান নিয়ে জন্ম হয় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের প্রতিষ্ঠালগ্ন থেকে র্যাব বাংলাদেশের মানুষের কাছে আস্থা ও বিশ্বাসের প্রতীক। জঙ্গিবাদ, মাদক চোরাচালান, সন্ত্রাসবাদ, ছিনতাই, ডাকাতি, জুয়া, প্রতারকচক্র, অপহরণ, খুন, ধর্ষণসহ বিভিন্ন ধরণের অবৈধ কর্মকান্ড থেকে রক্ষার জন্য প্রতিষ্ঠালগ্ন থেকে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন দেশব্যাপী আপোষহীন অবস্থানে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে এমন অভিযান চলমান থাকবে।