বৃক্ষ চারা বিতরনের মাধ্যমে রোটারি ক্লাব অব টাঙ্গাইল সিটির নতুন বছরের কার্যক্রম শুরু
বৃক্ষ চারা রোপন ও বিতরনের মাধ্যমে রোটারি ক্লাব অব টাঙ্গাইল সিটির নতুন বছরের কার্যক্রম শুরু হয়। গত ০৬ জুলাই ২০২৩ তারিখ বৃহস্পতিবার টাঙ্গাইল সদরের দইন্যা শিবরামে জামিয়া ইসলামিয়া মাদিনাতুল উলুম নূরানি ও হেফজ মাদ্রাসা ক্যাম্পাসে বৃক্ষরোপন এবং দাইন্যা রামপাল গ্রামে মুন্সিয়ানা পাঠশালার শিক্ষার্থীদের হাতে ফলের চারা তুলে দেয়ার মাধ্যমে রোটারি ক্লাব অব টাঙ্গাইল সিটি ২০২৩-২০২৪ রোটারি বর্ষের যাত্রা হয়েছে।
বিজ্ঞাপন
বৃক্ষরোপন প্রোগ্রামের চেয়ার প্রেসিডেন্ট ইলেক্ট (২০২৪-২০২৫) রোটারিয়ান ড. মুহা. তৌহিদুল ইসলাম এর সভাপতিত্বে রোটারি ক্লাব অব টাঙ্গাইল সিটির প্রেসিডেন্ট রোটারিয়ান মুহাম্মদ আতাউর রহমান খান (রিপন) বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন। উক্ত রৃক্ষরোপন কর্মসূচিতে আইপিপি ও ল্যাফটিন্যান গর্ভনর রোটারিয়ান প্রফেসর ড. তাহমিনা খান, ডেপুটি গর্ভনর রোটারিয়ান ড. মোঃ হারুন-অর-রশিদ, সহকারী গর্ভনর রোটারিয়ান মোঃ মোত্তালিব হোসেন, ভাইস-প্রেসিডেন্ট রোটারিয়ান ড. মোঃ নাজমুস সাদেকীন, ক্লাব সেক্রেটারি রোটারিয়ান আরিফুল ইসলাম, দাইন্যা ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি মোঃ শওকত আলী ও জামিয়া ইসলামিয়া মাদিনাতুল উলুম নূরানি, হেফজ মাদ্রাসা পরিচালনা কমিটি, মুন্সিয়ানা পাঠশালার প্রতিষ্ঠাতা মোঃ সোলাইমান (সাবেক উপ-পরিচালক, বিকেএসপি), আনন্দ পাঠ্য শিক্ষা পরিচালক মোঃ কায়সায়সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
এছাড়া একই দিনে বিকেল ৫ টায় টাঙ্গাইল শহরস্থ ক্লাব প্রেসিডেন্টের বাসভবনে ইয়ার লান্চিং প্রোগ্রামের আয়োজন করা হয়। এতে পাস্ট প্রেসিডেন্ট নতুন প্রেসিডেন্টের নিকট কলার হস্তান্তর করেন।
মোঃ সামছুল আলম/মাভাবিপ্রবি।