রংপুরে ২১ দিনব্যাপী অস্ত্রসহ ভিডিপি মলিক প্রশিক্ষণর উদ্বাধন
নিজস্ব সংবাদদাতা : রংপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২১ দিনব্যাপী অস্ত্রসহ ৯০ জন ভিডিপি সদস্যদের প্রথম ধাপ মলিক প্রশিক্ষণর উদ্বাধন করা হয়েছ। সামবার (১০ জুলাই) রংপুর নগরীর মাহিগঞ্জ আনসার-ভিডিপি প্রশিক্ষণ কেদ্রের ট্রনিং শেড আয়াজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বাধন করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর রেঞ্জ পরিচালক মাঃ আব্দুস সামাদ বিভিএম, পিভিএমএস। উদ্বাধনী অনুষ্ঠানে আনসার ও ভিডিপি’র ঐতিহাসিক ভুমিকা তুল ধরে প্রধান অতিথি বলেন, শিক্ষার পাশাপাশি প্রশিক্ষণ প্রগতির চালিকা শক্তি এবং জাতীয় উনয়ন ও সমদ্ধির চাবি-কাঠি হিসবে প্রশিক্ষিত এবং দক্ষ জনবল দেশ ও জাতির মহামূল্যবান সম্পদ। এ জন্য জাতির বৃহত্তর আর্থসামাজিক উনয়নের স্বার্থে দেশব্যাপী আইন-শখলা রক্ষা এবং আত্মকর্মসংস্থান সৃষ্টি, পেশাগত দক্ষতা অর্জন, স্বনির্ভরতা ও আর্থিক উনয়ন ঘটানাের লক্ষে বাহিনীর সদস্য/সদস্যাদের বহুমুখী প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করে আসছে। তিনি প্রত্যক ব্যক্তির জীবন সময়াপযােগী মলিক ও পেশাভিত্তিক প্রশিক্ষণ গ্রহনের উপর বিশেষ গুরুত্বারােপ করেন।
বিজ্ঞাপন
প্রধান অতিথি আরও বলেন, প্রশিক্ষন জ্ঞানকে সঠিকভাব কাজে লাগিয়ে দশের উনয়নে একজন অংশীদারী কর্মী হিসেবে নিজকে প্রতিষ্ঠিত এবং প্রত্যেকের পারিবারিক উনতি সাধনের জন্য প্রশিক্ষনার্থীদের পরামর্শ দেন। একই সঙ্গে তিনি দেশে সন্ত্রস, জঙ্গীবাদ, বাল্য বিবাহ, যৌতুক, নারী নির্যাতন, অপরাধমুক্ত দেশ গঠনে এবং স্বপ্নের সােনার বাংলাদশ গড়তে এবং ৪১ সালর মধ্য উনত দশ গড়তে তরুন যুব-সমাজকে চাকুরীর পিছনে ছাটাছুটি না করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পরে বিকাশ ঘটিয়ে নিজকে একজন সফল উদ্যাক্তা হিসবে গড়ে তােলা আহবান জানান।
বিজ্ঞাপন
২১ দিনব্যাপী অস্ত্রসহ ৯০ জন ভিডিপি সদস্যদের প্রথম ধাপ মলিক প্রশিক্ষণ রংপুরের ৮ উপজলা থেকে বাছাইকৃত ৯০ জন ভিডিপি সদস্য অংশগ্রহণ করেন। প্রশিক্ষনার্থীদের পিটি, প্যারেড, ড্রিল, অস্ত্র চালনা, জঙ্গীবাদ, সন্ত্রাস দমন, মাদক প্রতিরাধ, শিক্ষা, স্বাস্থ্য, গবাদী পশু ও হাঁস-মুরগী পালন, মৎস্য চাষ, আনসার-ভিডিপি উনয়ন ব্যাংক পয়ঃপ্রনালীসহ বিভিন উনয়নমূলক প্রশিক্ষণ দওয়া হবে।
বিজ্ঞাপন
প্রশিক্ষণ বিভাগীয় প্রশিক্ষক ছাড়াও ৮টি বিভাগের কর্মকর্তারা অতিথি বক্তা হিসবে ক্লাস নিবেন। আনসার-ভিডিপি রংপুর জেলা কমান্ড্যাট ও প্রশিক্ষণ কাের্স অধিনায়ক হাফিজ আল মায়াম্মার গাদ্দাফীর সভাপতিত্বে এবং সার্কল অ্যাডজুট্যাট ও প্রশিক্ষণ কার্স কায়াটার মাষ্টার মাঃ রাসল আহমদর সঞ্চালনায় আয়াজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসবে উপস্থত ছিলেন, রংপুর রেঞ্জের সহকারী পরিচালক মুহাম্মদ আছাদুজ্জামান।
বিজ্ঞাপন
এ সময় মিঠাপুকুর উপজলা আনসার-ভিডিপি কর্মকর্তা ও প্রশিক্ষণ কর্মকর্তা প্রবীর কুমার রায়, প্রশিক্ষক ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলন।
মোঃ জুলফিকার আলী ১০-০৭-২৩ ইং