টাঙ্গাইলে পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা।
নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের মেইন রোডস্থ দলীয় কার্যালয়ে সদর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য মো. আবুল কাশেম।
প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার নাজিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহŸায়ক শামছুল আলম লাল ও আব্দুল কাদের তুলা। সদর উপজেলা জাতীয় পার্টির আহŸায়ক আবু তাহেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব ফকির শাহ আলম, পৌর শাখার যুগ্ম আহŸায়ক মো. আলমগীর হোসেন, কাতুলী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. আনোয়ার হোসেন, বাঘিল ইউনিয়ন জাতীয় পার্টির আহŸায়ক ইউসুফ আল মামুন, হুগড়া ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. শহীদ মিয়া প্রমুখ।
বিজ্ঞাপন
স্মরণসভায় দোয়া পরিচালনা করেন আলালপুর ফাযিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মো. ইব্রাহিম খলিল। এছাড়াও হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাবেক সংসদ সদস্য মো. আবুল কাশেমের উদ্যোগে মাদ্রাসায় দিন ব্যাপী কোরআন খতম করাসহ অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় জাতীয় পার্টির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।