টাঙ্গাইল গর্তের পানিতে ডুবে ৩ শিশুর মত্যু
টাঙ্গাইলর মধুপুর গর্তের পানিত ডুবে ৩ শিশুর মত্যু হয়েছে। সােমবার বিকেল ৫ টার দিকে উপজলার ফুলবাগ চালা ইউনিয়নের হাগুড়াকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার শালাকুড়ি দক্ষিণপাড়া গ্রামের আল আমিনের ছেলে সােহান (৭), হাগুড়াকুড়ি গ্রামের মােশারফ হােসনর ছেলে আকাশ (৫) এবং একই গ্রামের হারুনের ছেলে নাঈম (সাড়ে ৪)।
বিজ্ঞাপন
এ ব্যাপার ফুলবাগচালা ইউনিয়ন পরিষদের চয়ারম্যান ফরিদ আলী বলেন, সম্প্রতি ওই এলাকায় একটি বাড়ি তৈরির জন্য মাটি উত্তালন করা হয়। পরে সই জায়গায় গর্তে ছােট পুকর তৈরি হয়।গত কয়েক দিনের বৃষ্টিতে ওই গর্ত পানি জম। নিহত ৩ জনই ওই বাড়ির পাশেই খেলাধুলা করছিলা। খলাধুলা শেষ করে তারা বাড়ির পাশের ওই গর্তে গােসল করতে নামে। গােসল করার এক পর্যায়ে তারা গর্তরে পানিতে ডুবে যায়।
বিজ্ঞাপন
পরিবারর লােকজন তাদেরকে খাঁজাখুজি করেও কােন সন্ধান পাছিলা না। পরে ঐ গর্তে খোজ নিলে প্রথমে এক শিশুর লাশ ভেসে উঠে। পরিবারের লােকজন বিষয়টি টের পায় অন্য দুইজনর লাশ উদ্ধার করে। নিহতদের মধ্য সােহান নানীর বাড়িতে বড়াতে এসছিলা।
বিজ্ঞাপন
তিনি আরা বলেন, এ ঘটনার পর পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে তাদের লাশ সুরতহাল করছে।