টাঙ্গাইলে নানা বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
টাঙ্গাইলে পুকুরে ডুবে মাহফুজা আক্তার নামের এক কন্যা শিশুরমৃত্যু হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার মগড়া ইউনিয়নের যোগাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোতালিব সরকার।
বিজ্ঞাপন
নিহত মাহফুজা আক্তার (৭) কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়নের প্রবাসী মো. শরিফুল ইসলামের মেয়ে।
স্থানীয়দের বরাদ দিয়ে তিনি জানান, সোমবার সকালে মায়ের সাথে যোগাপাড়া গ্রামে নানা বাড়িতে বেড়াতে আসেন শিশু মাহফুজা। বুধবার দুপুরে শিশুদের সাথে খেলতে গিয়ে পুকুরে পরে যায়। এ সময় ওই শিশুর মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। খবর পেয়ে স্বজনরা শিশুটিকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের মাতম বইছে।
তারিখ-২৬.০৭.২৩ইং।