মুক্তিযোদ্ধার স্ত্রীকে বেধরক মারপিট করে আহত করল দুর্বৃত্তরা
খন্দকার মাসুদ রানা ভূঞাপুর প্রতিনিধি : টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার রায়ের বাশালিয়া গ্রামে মৃত বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার তালুকদারের স্ত্রীকে নিজ বাড়ির পাশে বেধরক মারপিট করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (০৩ আগস্ট) সকালে তার বাড়ীর পাশে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
আহতের পরিবার সূত্রে জানা যায়, বাড়ীর পাশে তাদের পৈত্রিক সম্পত্তিতে মৃত বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার তালুকদারের নাম সম্ভলিত একটি সাইনবোর্ড দেয়া ছিল। পূর্বের শত্রুতার জের ধরে একই গ্রামের সাবেক মেম্বার হিটলার তালুকদার হিটুসহ আরো ৫/৬জন সন্ত্রাসী নিয়ে ওই সাইনবোর্ড তুলে এবং ছিঁড়ে ফেলে। এছাড়া মৃত বীর মুক্তিযোদ্ধার বিষয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করলে তাঁর স্ত্রী শেফালী বেগম বাঁধা দিতে গেলে তাকে বেধরক মারপিট করে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পাঠায়। বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছে।
বিজ্ঞাপন
এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।