টাঙ্গাইলে ভূয়া র্যাব পরিচয়ে ১৯,১৯,২০০/- টাকা ছিনতাই মামলার ছিনতাইচক্রের ২ সদস্য গ্রেফতার করেছে পুলিশ
গত ২২-০৮-২০২৩ খ্রি. তারিখ দুপুর অনুমান ১৩:৫০ ঘটিকায় মির্জাপুর থানাধীন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শুভল্যা মসজিদের সামনে প্রাইভেটকার যোগে ০৪ জন অজ্ঞাতনামা দুস্কৃতিকারী বিনিময় বাসের গতিরোধ করে র্যাবের কটি পরিহিত ০৩ জন ছিনতাইকারী বাসের ভিতর উঠে র্যাব কর্মকর্তা পরিচয় প্রদান করে মোঃ হেলাল মোল্লা (৪৫) কে বাস হতে নামিয়ে প্রাইভেটকারে তুলে গামছা দিয়ে চোঁখ বেধে হাতে হ্যান্ডকাফ পড়ায়। তারপর ভিকটিম এর ব্যাগে থাকা নগদ ১৯,১৯,২০০/-(উনিশ লক্ষ উনিশ হাজার দুইশত) টাকা সহ ০২ টি মোবাইল ফোন ছিনতাই করে ।পরবর্তীতে ভিকটিমকে জামুর্কী ফ্লাইওভার ব্রীজের উত্তরে ডুবাইল কবরস্থানের পাশে টাঙ্গাইলগামী লেনে নামিয়ে দিয়ে দুস্কুতিকারীরা প্রাইভেটকার যোগে পালিয়ে যায়। এই সংক্রান্তে মির্জাপুর থানার মামলা নং-২৩, তারিখ-২৩/০৮/২০২৩ খ্রি. ধারা-১৭০/১৭১/৩৯২ পেনাল কোড রুজু হয়।
বিজ্ঞাপন
উক্ত মামলার ঘটনাটি লোমহর্ষক এবং চাঞ্চল্যকর হওয়ায় টাঙ্গাইল জেলার পুলিশ সুপার এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), টাঙ্গাইল এর সার্বিক তত্ত্বাবধানে ডিবি, টাঙ্গাইল ও মির্জাপুর থানা পুলিশের সমন্বয়ে একটি চৌকস পুলিশ টিম নিরন্তর প্রচেষ্টা চালিয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার রহস্য উদঘাটন করে। উক্ত মামলার ঘটনার সাথে জড়িত ব্যক্তির অবস্থান সনাক্ত পূর্বক ০১। মোহাম্মদ সফর উদ্দিন ইসলাম মুন্না (২২), পিতা- মৃত আইয়ুব আলী, গ্রাম- নারায়নপুর, থানা- কোতোয়ালি, জেলা-ময়মনসিংহ কে ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানা এলাকা হতে ২৪/০৮/২০২৩ খ্রি.তারিখ ১৭.৩০ ঘটিকায় গ্রেফতার করা হয় এবং ০২। শামীম আহমেদ সবুজ (৩৩), পিতা- মৃত মোশারফ হোসেন, গ্রাম- দরিগাও, থানা- হোমনা, জেলা- কুমিল্লা কে সাতক্ষীরা জেলার দেবহাটা থানা এলাকা হতে- ২৯ আগস্ট ২০২৩ খ্রি. তারিখ ০৪.৩০ ঘটিকায় গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
উদ্বার :- ধৃত আসামী ০২। শামীম আহমেদ সবুজ (৩৩), এর হেফাজত হতে ঘটনায় জড়িত ছিনতাইকাজে ব্যবহৃত
ক। ০১টি প্রাইভেটকার যাহার রেজিস্ট্রেশন নং- ঢাকা মেট্রো-গ-৩৭৫০৭০ খ। ০১টি কালো ক্যাপ গ। ০১টি কালো চশমা ঘ। ০১টি বাঁশের লাঠি ঙ। ০২ টি গামছা চ। ছিনতাইকৃত নগদ ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা ছ। ছিনতাইকৃত টাকা দিয়ে নতুন ক্রয়কৃত ০১ টি সুজুকি জিক্সার মোটরসাইকেল জ। ছিনতাইকৃত টাকা দিয়ে নতুন ক্রয়কৃত ০১ টি সিম্ফোনি মোবাইল ফোন উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
বিজ্ঞাপন
ধৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পরিচয় প্রতারণা পূর্বক নিজেদেরকে র্যাব সদস্য হিসাবে পরিচয় দিয়ে ছিনতাই এর বিষয়ে নিজের দোষ স্বীকার করে। উপরোক্ত আসামীদের ব্যাপক ও নিবিড় জিজ্ঞাসাবাদের নিমিত্তে ১০ দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করার কার্যক্রম প্রক্রিয়াধীন। র্যাব পরিচয়ে ছিনতাই এর সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতার করার জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
টাঙ্গাইল পুলিশ সুপার সরকার মো: কায়সার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।