রসিকে ছাএলীগের প্রস্তাবিত পূর্ণাঙ্গ কমিটির এক ছাএনেতা নিখোঁজ
নিজস্ব প্রতিবেদক ঃ রংপুর সিটি কপোর্রেশন এলাকায় আপন বোনেরা সম্পত্তির জন্য নিজ ভাইকে অপহরণের লিখিত অভিযোগের খোঁজ পাওয়া গেছে।
বিজ্ঞাপন
রংপুর সিটি কপোর্রেশন এলাকায় আপন বোনেরা সম্পত্তির জন্য নিজ ভাইকে অপহরণ করেছে বলে লিখিত অভিযোগ পাওয়া গেছে। জাহিদ হাসান (২৫), পিতা- মোঃ মাহফুজার রহমান, সাং- ধাপ সাগরপাড়া, থানা- কোতয়ালী, রংপুর মহানগর, রংপুর আপনার থানায় অভিযোগ দাখিল করেছে। অভিযোগ শূত্রে জানা যায় মোঃ হাসানুর রহমান (২৫), পিতা- মৃত আফজাল হোসেন, সাং- ভগিবালাপাড়া লাকিপাড়া, থানা-কোতয়ালী, রংপুর মহানগর, রংপুর সম্পর্কে আমার ঘনিষ্ঠ বন্ধু। তাহার বন্ধু হাসানুর রহমান এর সহিত তাহার আপন তিন বোন লাকি বেগম, আয়শা ও আখি পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ চলিয়া আসছিল।অপরদিকে বিধবা মা হাসিনা বেওয়াকে গণমাধ্যমকর্মীদের সঙ্গে সাক্ষাৎকার করতে দিচ্ছে না।
অপর দুই বোন জামাই ঐ এলাকায় ভাড়া থাকেন বোনের স্বামীরা হলেন লিটু, নুরুন্নবী তারা প্রত্যক্ষভাবে এই ঘটনার সহিত জড়িত বলে হাসানের চাচাত ভাই আসিফ সাংবাদিককে জানিয়েছে। এর ধারাবহিকতায় লাকি বেগম, আয়শা বেগম ও আখি যোগসাজসে হাসানুর রহমানকে তাহার পৈত্রিক সম্পত্তি হইতে বঞ্চিত করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করিয়া আসছে।
বিজ্ঞাপন
এমতাবস্থায় গত ১৩/০৯/২০২৩ খ্রি. সকাল অনুমান ১০.০০ ঘটিকায় তাহার বন্ধুরা হাসানুর রহমান এর সহিত দেখা করার জন্য তাহার বাসায় গেলে হাসানুর এর তিন বোন বন্ধুদের সহিত খারাপ আচরণ করেন হাসানুর বাসা থেকে বের হয়ে গেছে বলে পারিবারিক সূত্রে জানায়।
বিজ্ঞাপন
এদিকে তাহাকে মাদকাসক্ত রিহাভে রাখা হয়েছে মর্মে বিভিন্ন ধরনের টাল বাহানার কথা পারিবারিকভাবে জানানো হয়। অপর দিকে তারা সম্পদ বিক্রি করার জন্য ২ কোটি টাকায় ভাই এর সম্পদ বিক্রি করার জন্য মা হাসনা বেওয়া সহ পায়তারা চালাচ্ছে। গত ১২/০৯/২০২৩ খ্রি. রাত্রী অনুমান ১১.৩০ ঘটিকার সময় একটি হাইএস মাইক্রোবাস যোগে পুলিশ পরিচয়ে কযয়েকজন লোক হাসানুরের বাসায় আসিয়া পুলিশ পরিচয়ে তাহার দুই বোনের সম্মুখে হাসানুর রহমানকে উক্ত মাইক্রোবাস যোগে পুলিশ পরিচয়ধারী ব্যক্তিগন কোথায় যেন নিয়ে যায়। ছাত্রলীগের ছেলেরা দাবী করেন তাকে কোথায় নিয়ে রেখেছে এই বিষয়ে সুনির্দিষ্টভাবে কোথায় আছেন বিষয়টি না জানায় তারা উদ্বেগ প্রকাশ করেন।
বিজ্ঞাপন
এ ব্যাপারে এলাকার স্থানীয় লোকজনেরা ধারনা করছেন যে, হাসানুর রহমানের দুই বোন যোগসাজসে তাহাকে পৈত্রিক সম্পত্তি হইতে বঞ্চিত করার জন্য অসৎ উদ্দেশ্যে হাসানুর রহমানকে যে কোন জায়গায় রাখিয়াছে। এ ব্যাপারে রংপুর কোতয়ালী থানায় দায়িত্বরত কর্মকর্তা মাহফুজার রহমানের সঙ্গে কথা হলে তিনি বলেন আমরা তদন্ত করতেছি দ্রুত যত সম্ভব আমরা তাকে উদ্ধারের জন্য জোড় চেষ্টা করছি।