র্যার-১২’র অভিযানে ২৬৮ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২
০২ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ রাত ০৩.৩০ ঘটিকায় মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় র্যাব-১২’র সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন টোল প্লাজা হতে বাম পাশে ১০০ গজ পূর্বে পাকা রাস্তার উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২৬৮ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করেন। এছাড়াও তার সাথে থাকা মাদক দ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১ টি মোবাইল ও নগদ ১,৫২০ টাকাসহ একটি বাসের টিকিট জব্দ করা হয়।
বিজ্ঞাপন
গ্রেফতারকৃত আসামীঃ মোঃ তালাশ (২৬) রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন ভাটোপাড়া এলাকার লাল মোহাম্মদ ও মোছাঃ শাহার বানুর ছেলে ।
বিজ্ঞাপন
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদক দ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয় করে আসছিলো।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বিজ্ঞাপন
র্যাব-১২,সদর কোম্পানী কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার বিএন মোঃ আবুল হাশেম সবুজ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান র্যাবের এধরনের অভিযান চলমান থাকবে। র্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিতে সকলের অংশগ্রহণের আহবান ও জানান তিনি।