টাঙ্গাইলে দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন
টাঙ্গাইলে দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন করা হয়েছে। বুধবার সকালে দিনটি উদযাপন উপলক্ষে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ছানোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এস,এম সিরাজুল হক আলমগীর, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) নাফিসা আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মোহাম্মদ আলী, সিনিয়র তথ্য কর্মকর্তা তাহলিমা জান্নাতি প্রমুখ।
বিজ্ঞাপন
টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাকেরুল মাওলার সভাপতিত্বে ও দৈনিক আমাদের সময় পত্রিকার টাঙ্গাইল জেলা প্রতিনিধি শামীম আল মামুন এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক মফস্বল পত্রিকার সম্পাদক মুহাম্মদ আব্দুর রকিব, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক দিনকাল পত্রিকার নিজস্ব প্রতিবেদক শামসাদুল আখতার শামীম, টাঙ্গাইল প্রেসক্লাবের সহ-সভাপতি ও মাছরাঙ্গা টিভির টাঙ্গাইল প্রতিনিধি একরামুল হক খান তুহিন, কোষাধ্যক্ষ ও দৈনিক সমকাল পত্রিকার টাঙ্গাইল জেলা প্রতিনিধি আব্দুর রহিম, সাহিত্য সম্পাদক কাজী তাজউদ্দিন রিপন, দফতর ও পাঠাগার সম্পাদক অরণ্য ইমতিয়াজ, কার্যকরী সদস্য ও ইন্ডিপেনডেন্ট টিভির টাঙ্গাইল প্রতিনিধি মামুনুর রহমান মিয়া, আজকের টেলিগ্রাম পত্রিকার সম্পাদক সাহাব উদ্দিন মানিক, ইংরেজি দৈনিক ডেইলী স্টার পত্রিকার টাঙ্গাইল জেলা প্রতিনিধি মির্জা শাকিল, এনটিভি’র নিজস্ব প্রতিবেদক মহব্বত হোসেন, জিটিভি টাঙ্গাইল প্রতিনিধি মহিউদ্দিন সুমন, এশিয়ান টিভির টাঙ্গাইল প্রতিনিধি শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল প্রতিদিন পত্রিকার সম্পাদক মোস্তাক হোসেন, দৈনিক বণিক বার্তা পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি মো. পারভেজ হাসান, সাপ্তাহিক কালেরস্বর পত্রিকার সম্পাদক কবি শামসুজ্জামান, এখন টিভির টাঙ্গাইল প্রতিনিধি মো. কাওছার হোসেন, দৈনিক ঢাকা টাইমস পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি রেজাউল করিম, দৈনিক যুগধারা পত্রিকার সম্পাদক হাবিবুর রহমান, দীপ্ত টিভির টাঙ্গাইল প্রতিনিধি সুমন খান বাবু, সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল নওশাদ রানা সানভী, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি আব্দুল্লাহ্ আল নোমান, দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি ইমরুল হাসান বাবু, দৈনিক বাণিজ্য প্রতিদিন প্রত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি হাসান সিকদারসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা।