দিনাজপুর-৫ আসনের বি এন পি‘র সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু
নবাবগঞ্জ( দিনাজপুর) থেকে এম সাজেদুল ইসলাম(সাগর): জাতীয় নির্বাচনের বাকি আর মাত্র কয়েক মাস আগামী নির্বাচন ঘিরে দিনাজপুর-৫ আসনে শুরু হয়েছে বি এন পি‘র সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ। দীর্ঘদিন আওয়ামী লীগের আধিপত্য থাকায়, জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চায় দলটি। তবে, আসনটি নিজেদের দখলে নিতে মরিয়া বিএনপি নেতারা।
বিজ্ঞাপন
আগামী দ্বাদশ জাতীয় নির্বাচন ঘনিয়ে আসলেও দলীয় বিভিন্ন কোন্দল পিছু ছাড়ছে না বি এন পি‘র । এখনও পর্যন্ত তৃনমূল প্রচারণায় এগিয়ে আছেন ফুলবাড়ী উপজেলা বি এন পি‘র সাধারন সম্পাদক মোঃ মোস্তাক আহম্মেদ (খোকন) চৌধুরী।
ফুলবাড়ি ও পার্বতীপুর উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর-পাঁচ আসন। যেখানে বরাবরই আওয়ামীলীগ আসনটি যায় জাপা’র ঘরে। এরপর ১৯৯১ থেকে চারবারের নির্বাচনে জয় পান আওয়ামী লীগের আধিপত্য। ১৯৭৩ সালে নির্বাচিত হন আওয়ামী লীগের মোশারফ হোসেন। পরের নির্বাচনে বিএনপি জয় পেলেও, ১৯৮৬ সালে আসনটি পুনরুদ্ধার করে আওয়ামী লীগ। তবে পরের নির্বাচনে মোস্তাফিজুর রহমান ফিজার।
পার্বতীপুর উপজেলা বিএনপি’র সভাপতি এ জেড এম রেজয়ানুল হক ১৯৯৬ সাল থেকে এ পর্যন্ত দিনাজপুর ৫ আসনের বি এনপি,র অভিভাবক ছিল এখন তিনি শারিরীক অসুস্থতায় ভুগছেন তিনি বলেন,নির্বাচনে খালেদা জিয়া যাকেই মনোনয়ন দিক না কেন আমরা তাকেই জিতিয়ে নিয়ে আসব।
দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহম্মেদ কচি বলেন, ‘হাই কমান্ডের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করছি। অবৈধ সরকারের পতত ঘটাতে এবং নির্দলীয় সরকারের অধিনে নির্বাচন দিতে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমাদের দলীয় কর্মসূচি চলমান আছে। নির্বাচন ঘিরে আমাদের সব ধরণের প্রস্তুতি নেয়া আছে।’দিনাজপুর-৫ আসনে মোট ভোটার তিন লাখ ৮৭ হাজার ৫৮২ জন।
এম সাজেদুল ইসলাম(সাগর)/নবাবগঞ্জ, দিনাজপুর তাং ০৪/১০/২৩ইং