রংপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যাগে যথাযাগ্য মর্যাদায় শেখ রাসেলের ৫৯তম জন্ম বার্ষিকী পালন
বঙ্গবন্ধু ও বঙ্গমাতার কনিষ্ঠ পুত্র শেখ রাসেল ছিলেন
একজন বুদ্ধিদীপ্ত বালক…….আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রেঞ্জ পরিচালক
নিজস্ব সংবাদদাতা: রংপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যাগে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুনেছা মুজিবের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৯তম জন্ম বার্ষিকী পালন করা হয়। জন্মবার্ষিকী পালন উপলক্ষে আলাচনা সভা ও মিলাদ মাহফিল এবং শেখ রাসেলের উপর নির্মিত চলচিত্র প্রদর্শন ও শিল্পকলা একাডমী শেখ রাসেলের ম্যুরালে পুষ্পমাল্য অর্পন করা হয়। এর আগে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। বুধবার (১৮ অক্টাবর) রংপুর নগরীর মাহিগঞ্জ আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেদ্রের ট্রনিং শেড রংপুর রেঞ্জ ও জেলার উদ্যাগে যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়।
বিজ্ঞাপন
আলাচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর বিভাগীয় রেঞ্জ পরিচালক মাঃ আব্দুস সামাদ বিভিএম, পিভিএমএস বলন, শেখ রাসল ছিলেন একজন বুদ্ধিদীপ্ত বালক। তাঁর চারিত্রিক বশিষ্ট্যের মধ্যে আমরা অনেক শিক্ষনীয় বিষয় খুঁজে পাই। শেখে রাসেলের জীবনাদর্শ ভবিষ্যত প্রজন্মের শিশুদের মাঝে ছড়িয় দিতে হবে। তাহেল আগামী বাংলাদেশের ঘরে ঘরে সুসন্তান ও সুনাগরিক তৈরি হবে।
বিজ্ঞাপন
রংপুর জেলা কমান্ড্যাট এএইচএম মেহেদী হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আনসার-ভিডিপি কার্যালয়ের হিসাব রক্ষক মাঃ আসাদুজ্জামান মন্ডল, সাধারণ আনসার সদস্য মাঃ আশরাফুল আলম, ভিডিপি মলিক প্রশিক্ষনার্থী আজিবুল হাসান। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন, রংপুর রেঞ্জর সার্কেল অ্যাডজুট্যাট মাঃ মাহাবুব-উজ-জামান। অনুষ্ঠানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রেঞ্জ ও জলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, ব্যাটালিয়ন আনসার, সাধারণ আনসার, গ্রাম পর্যায় ভিডিপি সদস্য-সদস্যা ও ২১ দিন ময়াদী ভিডিপি মলিক প্রশিক্ষার্থীরা উপস্থত ছিলন।
বিজ্ঞাপন
পরে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে ছােট্ট নিস্পাপ শেখে রাসেলের বিদহী আত্মার মাগফিরাত কামনা করে দােয়া পরিচালনা করেন সাতমাথা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মাঃ আব্দুল কাইয়ুম।
মোঃ জুলফিকার আলী/১৮-১০-২০২৩ইং