বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় হতে ৪৭.৫ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪
৩০ অক্টোবর ২০২৩ খ্রিঃ বিকাল ০৪:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তি তে র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প এর একটি চৌকস আভিযানিক দল টাঙ্গাইল জেলার বঙ্গবন্ধু সেতু পূর্ব থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০১ টি পিকআপ তল্লাশী করে ৪৭.৫ কেজি মাদকদ্রব্য গাঁজা, সহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
বিজ্ঞাপন
গ্রেফতার কৃত মাদক কারবারিরা হলেন ১। মোঃ রমজান আলী (৪৫) নারায়নগঞ্জ জেলার সোনারগাও থানাধীন ভারগাও গ্রামের মৃত আঃ বাতেন ও মৃত রাহেলা বেগম এর ছেলে, ২। মোঃ জসিম উদ্দিন নিরব (৪১), একই জেলার রুপগঞ্জ থানাধীন তারাব দক্ষিণ এলাকার নুর মোহাম্মদ ও মনোয়ারা বেগম এর ছেলে।
বিজ্ঞাপন
এসময় ধৃত আসামীদের দখলে থাকা মাদক দ্রব্য ভনকারী উক্ত পিকআপটি ও মাদক বিক্রয়ের নগদ ৫৬৩০/- টাকা উদ্ধার করে জব্দ করা হয়।
বিজ্ঞাপন
ধৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ জেলা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে পিকআপ যোগে পরিবহন করে বগুড়া জেলাসহ দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করে।
বিজ্ঞাপন
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিজ্ঞাপন
র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প কমান্ডার এ এস পি রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের পিপিএম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে এ পর্যন্ত মাদক ব্যবসায়ী, শীর্ষ সন্ত্রাসী, অপহরণকারী, সন্ত্রাসী, এজাহারনামীয় আসামী, ছিনতাইকারী, চাঁদাবাজ, প্রতারকচক্র,ধর্ষণকারী, পর্ণোগ্রাফি বিস্তারকারী, চোরা কারবারীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। সেই ধারাবাহিকতায় এই অভিযান ভবিষ্যতে এমন অভিযান চলমান থাকবে।